AMIN QUADIR

Published:
2020-10-17 18:54:21 BdST

কর্নেল ও মাই কর্নেল


 

মেজর ডা. খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিষ্ট ফার্মাকোলজি
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

___________________

ছবিতে ঝকঝকে পোষাক পরা অফিসারটির নাম কর্নেল তাসওয়ার রাজা। তিনি সাধক হাসন রাজার বংশের এক উজ্জ্বল প্রদীপ। পেশার বাহিরে তিনি গবেষক, লেখক। মানুষ হিসেবে অজাতশত্রু। সৃজনশীল, চৌকস, অপূর্ব পেশাদারিত্বমাখা মেধাবী এই অফিসারের সততা প্রশ্নাতীত।

২।প্রায় সাত বছর আগে তিনি জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে পরেন।তাঁর শরীরের অনেক অংশই অকার্যকর হয়ে যায়।সি এম এইচে টানা এই সাত বছর একই কেবিনে তাঁর চিকিৎসা চলে। যখন তিনি হাসপাতালে ভর্তি হন তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল পদবীতে কাজ করতেন।এই সময় কালে শয্যাশায়ী থাকলেও তাঁর সিনিয়রটিসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তাঁকে কর্নেল পদবীতে অভিষিক্ত করা হয়।
৩।কর্নেল ও মাই কর্নেল, আই স্যালুট ইউ উইথ প্রোফাউন্ড রিগার্ডাস, আই হ্যাট অফ উইথ টিয়ার।
৪।এই মহান কর্মযজ্ঞ শুধু বাংলাদেশ সেনাবাহিনীতেই নয়, সারা পৃথিবীর সামরিক ইতিহাসে বিরল। আমার গর্ব, আমার অহংকার আমি সেই সেনাবাহিনীর একজন সদস্য।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়