আমিন কাদির / রাতুল সেন

Published:
2020-05-13 13:48:43 BdST

বাংলাদেশে ২৫ শতাংশ ছাড়ে চিকিৎসার জনক ডা. মোকারিম করোনার গ্রাসে চলে গেলেন



ডেস্ক
_______________

বাংলাদেশে ২৫ শতাংশ ছাড়ে জনচিকিৎসার জনক মেজর(অবঃ) অধ্যাপক ডাঃ আবুল মোকারিম করোনার করাল গ্রাসে চলে গেলেন।
ডা. এমডি টিপু সুলতান জানান,
মেজর(অবঃ) অধ্যাপক ডাঃ আবুল মোকারিম কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সি এম এইচ এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১ টা ২০ মিনিটে মারা গেছেন। তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগের প্রধান ছিলেন। এছাড়া তিনি কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলোজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১১ ব্যাচের সাবেক শিক্ষার্থী। এনিয়ে গত ৩ দিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে, পর পর তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র মারা গেলেন।

ছোটবেলায় টিভিতে ইবনে সিনা হাসপাতালের পরীক্ষায় ২৫% ছাড়ের তার বিজ্ঞাপন দেখতাম। সেই বিজ্ঞাপণের প্রিয় মুখ ছিলেন তিনি। খুব খারাপ লাগছে।

AD..

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়