Ameen Qudir

Published:
2019-08-10 20:45:35 BdST

কিশোরগঞ্জে মধ্যরাতে কর্তব্যরত ডাক্তারের ওপর দুর্বৃত্তচক্রের হামলা



ডেস্ক
_____________________

আবারো মধ্যরাতে ডাক্তারদের ওপর সংঘবদ্ধ অপরাধী চক্রের হামলা। ৮ই অগাস্ট রাত ২টায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. শামীমকে আঘাত করছে কতিপয় দুর্বৃত্ত। এ নিয়ে চিকিৎসক সমাজে ক্ষো ভের জন্ম হয়েছে।
সারাদেশে ডাক্তাররা ডেঙ্গুরোগীদের জীবন বাঁচাতে অবিরাম কাজ করে যাচ্ছেন। তাদের ইদের উৎসব ছুটিও বাতিল হয়েছে ডেঙ্গুরোগীদের বাঁচাতে।
কিন্তু মাঠ পর্যায়েসহ বিভিন্ন পর্যায়ে ডাক্তারদের ওপর হামলা বেড়েই চলেছে। দেয়া হচ্ছে না নিরাপত্তা। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. শামীম নিজের ঘুম বিসর্জন দিয়ে রোগীদের সেবায় কাজ করছিলেন। তারপরও একদল দুর্বৃত্ত মধ্যরাতে অতন্দ্র সেবীর ওপর নির্মম হামলা চালায়। এ নিয়ে পাওয়া ভিডিও লিঙ্ক এখানে দেয়া হল।

https://www.facebook.com/100009459291817/videos/2405991099726176/?t=25

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়