Ameen Qudir

Published:
2019-06-13 01:19:35 BdST

ডা. পরিবহ, সুস্থ হয়ে ওঠো: মরণাপন্ন চিকিৎসকের জন্য সারা পশ্চিম বাংলায় আওয়াজ


 

ডেস্ক : কলকাতা
________________________

ডা. পরিবহ মুখোপাধ্যায় , সুস্থ হয়ে ওঠো: মরণাপন্ন চিকিৎসকের জন্য সারা পশ্চিমবাংলায় একই আওয়াজ উঠেছে সর্বমহলে। রাজ্য প্রশাসনের কাছে সূধী নাগরিক মহলের দাবি, হামলাবাজ জঙ্গী গুন্ডাদের শাস্তি দিন। চিকিৎসকদের নিরাপত্তা দিন। চিকিৎসকদের নিরাপত্তা না দিলে ভেঙে পড়বে স্বাস্থ্যব্যবস্থা।
প্রখ্যাত লেখক
রামকৃষ্ণ ভট্টাচার্য স্যানাল পরিস্কারভাবে দাবি জানান,
যুক্তিসঙ্গত দাবী জুনিয়র ডাক্তারদের-
১। মাননীয় মুখ্যমন্ত্রী- পরিবহ কে দেখতে যাবেন।

২। পুলিশের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে।

৩। ডাক্তারদের নিরাপত্তা আরও জোরদার করতে হবে

মুখ্যমন্ত্রী কে অনুরোধ - দাবি মানা শক্ত নয়।

অহং থেকে বেরিয়ে আসুন।

সচেতক লেখ কর্মী রাতুল বিশ্বাস বলেন,


"ডাক্তার-পেটানোর' এই মহামারী সারাবে কোন ডাক্তার? সমাজের ব্যাপক ক্ষতি হচ্ছে।
মানুষ আমরা বড়ই বেইমান, যারা প্রান বাচায় তাদের ধরেই পেটাই। দূর্নীতিগস্ত নেতাদের সাথে সেল্ফি তুলে রাতে ডাক্তার পেটানোর মহান কর্মকান্ডে লিপ্ত হই আমরা।
ডাক্তারদের কর্মবিরতিতে নৈতিক সমর্থন রইল। পাশে থাকুন সমাজের এই মহান পেশার মানুষদের।
পরিবহ, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো।


দেবতনু বন্দোপাধ্যায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজের চিকিৎসকের দেওয়াল থেকে জানান,

এন আর এস এর আন্দোলন চলছে চলবে। কিন্তু এর ফাঁকে একটা কথা, এটা কলকাতার লুপ্তপ্রায় অরাজনৈতিক ছাত্র আন্দোলন এর একটা ঝলক। এখানে একে কেউ, জাতি,ধর্ম,বর্ন, রাজনৈতিক, বাসের প্রান্ত নিয়ে কনফিউশান তৈরি করতে চাইলে এন আর এসের চ্যালেঞ্জ রইল, স্পটে এসে করে দেখান, ঘাড়ধাক্কার উদাহরণ সারাজীবন মনে রাখবেন এটা নিশ্চিত। যে দুটো শাখা দল এসেছিলেন তাদের জিজ্ঞেস করে নেবেন দরকার হলে। এখানে ব্যানার্জীর কাধেঁ হাত টা আহমেদ আর শর্মার ততটা শক্ত ছিল যতটা বোস, গুহ, চ্যাটার্জি আর ভটচাযের। এটা আমাদের লড়াই, আমরা লড়ব। সমস্ত মেডিকেল কলেজের সমস্ত বন্ধু, ভাই, দাদাদের কে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তোরা/তোমরা যে বিশ্বাস, আস্থা, আমাদের ওপর দেখিয়েছ, যারা এই পোড়া রোদে আমাদের পাশে মাটি তে বসেছ, স্যালুট সবাই কে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়