Ameen Qudir

Published:
2019-05-02 19:54:48 BdST

মে দিবসে সবাই পেল ছুটি: আর ডাক্তাররা ছিলেন মানুষের জীবন রক্ষায় ব্যস্ত




ডা. সুব্রত ঘোষ
______________________

উদযাপিত হল মহান মে দিবস, সকল পেশায় নিয়োজিত শ্রমিকগণ এই দিনটি ছুটি হিসেবে পালন করতে পারলেও চিকিৎসা শ্রমিকদের সেই সুযোগটি নেই। কলম শ্রমিক ও ক্যামেরা শ্রমিকদের ছুটি দিতে গিয়ে ২ মে কোন পত্রিকা প্রকাশিত হবে না। কিন্তু চিকিৎসা শ্রমিকদের (ডাক্তার, নার্স এমনকি হাসপাতাল সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী) কোন বিরাম নেই। বছরের ৩৬৫ দিনই (ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা বা কোন বিশেষ দিনেও আমাদের ছুটি নেই) দিন-রাত ২৪ ঘন্টা অবিরাম সেবা দিয়েও কারও মন যোগাতে পারি না আমরা। নিজের অধ্যবসায়-মেধা-মনন-প্রজ্ঞা-নিষ্ঠা দিয়ে সেবা করে রোগীকে সুস্থ্য করে তুলতে পারলে সেটা দায়িত্বের অংশ বলে বিবেচিত হয় আবার কর্তব্যে অবহেলার ঠুনকো অজুহাতে লাঞ্ছনা-গঞ্জনা মুখ বুজে সহ্য করতে হয়। আমাদের পক্ষে কথা বলার মত কেউই নেই। এই দেশে একটা যাযাবরেরও অধিকার আছে। অধিকার নেই শুধু চিকিৎসকদের।
___________________________

ডা. সুব্রত ঘোষ
Member, Health & Population Sub-Committee at Bangladesh Awami League
Chief editor at চিকিৎসক বার্তা - Voice Of The Doctor
Convener at Doctors & Medical Students from Satkhira
Former Office secretary at Sector Commanders Forum-Liberation War'71

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়