Ameen Qudir

Published:
2017-05-23 19:48:04 BdST

আজ ২৩ মে ২৪ ঘন্টা সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ


 

 

ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী
__________________________

 

সন্মানিত চিকিৎসক বৃন্দ,
আজ ২৩ মে ২৪ ঘন্টা সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ।
বিভ্রান্তির কোন অবকাশ নাই। আশা করি সকল প্রকার কি কি? ব্যখ্যার প্রয়োজন আছে বলে মনে হয় না। ক্লিনিকে নুতন রোগী ভর্তি হবে না, পুরাতন ভর্তিকৃত রোগী ডিউটি ডাক্তাররা দেখাশোনা করবেন।

 

কেন্দ্রিয় বিএমএ র সিদ্বান্ত অনুযায়ী ২৩ শে মে মঙ্গলবার সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে , কোন অবস্হাতেই বেসরকারী ল্যাব, হাসপাতাল, ক্লিনিকে জরুরী সেবার নামে কোন প্রকার অপারেশন, এন্ডোসকপি, আল্ট্রাসনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কোন প্রকার রিপোর্ট বা প্রসিডিওর ও সন্মানিত চিকিৎসকদের না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে চট্টগ্রামের ল্যাব ক্লিনিক মালিক সমিতির আন্তরিক সহযোগিতা কামনা করছি। জরুরী সেবার জন্য মেডিকল কলেজ হাসপাতাল এ রেফার করে দিবেন।

 

______________________________

 

 

ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী । প্রখ্যাত পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়