ডেস্ক

Published:
2021-09-11 15:56:39 BdST

'টিকার পাশাপা‌শি মাস্ক পরতে জনগন‌কে উৎসা‌হিত কর‌তে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো যেতে পারে'


 

ডা. সরদার আতিক
___________________

শিক্ষা প্র‌তিষ্ঠান খু‌লে যা‌চ্ছে । এমতবস্থায় টিকার পাশাপা‌শি মাস্ক পরার প্র‌তি গুরুত্ব দি‌য়ে‌ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য অধ্যাপক ডা.মো. শারফু‌দ্দিন আহ‌মেদ । জনগন‌কে এ ব্যাপা‌রে উৎসা‌হিত কর‌তে স্কু‌লের ছাত্র ছাত্রীদের স্বেচ্ছা সেবক হি‌সে‌বে কা‌জে লাগা‌নোর উ‌দ্যোগ নেওয়া যে‌তে পা‌রে । এটা ভু‌লে গে‌লে চল‌বে না যে আমরা কিন্তু ক‌রোনা কা‌লে ই বসবাস কর‌ছি । যে কোন সময়ই তৃতীয় ও‌য়েভ আস‌তে পা‌রে । তাই প্র‌তি‌রোধের বিষয়‌ে সব সম‌য়েই আমা‌দের সজাগ থাক‌তে হ‌বে ।

আজ সকা‌লে এক বেসরকারি টিভি চ্যানেলে "সংলাপ " অনুষ্ঠা‌নে উপাচার্য তার মূল্যবান মতামত প্রকাশ ক‌রে‌ছেন ।

 

লেখক সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগ, বিএসএমএমইউ। 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়