Ameen Qudir

Published:
2018-06-08 19:34:24 BdST

"ডিয়ার নিউ ডক্টরস, ওয়েলকাম টু দ্যা ওয়ার্ল্ড অব প্যারাডক্স"


 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল
_________________________________

যারা সদ্য এমবিবিএস পাশ করে " আলহামদুলিল্লাহ ডাক্তার হইলাম " বলে স্ট্যটাস দিতেছে তাদের জন্য একরাশ করুনা। কারণ দুইদিন আগেই তারা স্ট্যাটাস দিছে " ক্যান আসছিলাম মরার মেডিকেলে পড়তে?"

এবং দুইদিন পরে স্ট্যাটাস দিবে "ক্যান এই দেশে ডাক্তার হইতে গেছিলাম।"

আরো দুইদিন পর বলবে " হে সিস্টেম তোমারে এই করিনা সেই করিনা..... বিসিএস ক্যান করতে হবে? রাজা শশাংকের মায়েরে বাপ, ফাক ইউ বিসিএস"।

তারও দুইদিন পর বলবে " Alhamdulillah My long cherished desire become reality, now I m a proud cadre..... "

সংযুক্তি:
ভাবছিলাম এখানেই শেষ করব। পরে দেখি শেষ না।

তারও দুইদিন পর -

" এ এক অথর্ব ক্যাডার। কোন পাওয়ার নাই। গাড়ি নাই, বাংলো নাই, পাইক-পেয়াদা কিসসু নাই। এর চে থানার ওসি, ইউনিওনের চেয়ারম্যান হইলেও ভাল করতাম।"

এই পৌনঃপুনিক আলহামদুলিল্লাহ ও আফসোসের চক্র বংশ পরম্পরায় চলতে থাকবে।

ডিয়ার নিউ ডক্টরস ওয়েল্কাম টু দ্যা ওয়ার্ল্ড অব প্যারাডক্স।
________________________

 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল। নন্দিত সঙ্গীতশিল্পী। লোকসেবী চিকিৎসক। সুলেখক।

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়