Ameen Qudir

Published:
2018-04-24 01:18:54 BdST

ময়মনসিংহ মেডিকেল কলেজে আইডিয়াল ক্লাসরুম হচ্ছে




সংবাদদাতা
______________________________

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) এবার আইডিয়াল ক্লাসরুম হচ্ছে । বদলে যাচ্ছে পুরনো বেঞ্চের চল। সেটা বাতিল। আধুনিক চেয়ারে বসে লিখবেন শিক্ষার্থীরা। ব্ল্যাকবোর্ডের বদলে স্ক্রিনসহ মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেবেন শিক্ষকরা। প্রতিটি কক্ষ হবে শীতাতপ নিয়ন্ত্রিত।


এক মাসের মধ্যে কলেজের ৯টি বিভাগেই আইডিয়াল ক্লাসরুম চালু হচ্ছে। জানিয়েছেন কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন।

২৩ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য বলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজে আন্ডার ও পোস্ট গ্র্যাজুয়েশন মিলিয়ে এক হাজার ৬৫৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।

কলেজের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমেস্ট্রি, প্যাথলজিসহ ৯টি বিভাগের প্রতিটিতে একটি করে আইডিয়াল ক্লাসরুম করা হবে। পর্যায়ক্রমে সব ক্লাসরুমই হবে আইডিয়াল ।

প্রিন্সিপাল জানান, , কলেজের টিউটোরিয়াল ক্লাসরুমসহ প্রতিটি ক্লাসের দরজা-জানালাও আইডিয়াল ক্লাসরুম উপযোগী করে লাগানো হবে।

প্রিন্সিপাল জানান, কলেজটির শিক্ষার্থীদের জন্য তিনটি লাইব্রেরি রয়েছে। এগুলোর আধুনিকায়ন করা হয়েছে। কলেজের ল্যাবরেটরিগুলোতে ছিলো পুরনো সব যন্ত্রপাতি। এখন সেখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের জন্য পৃথক পরীক্ষা হল করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়