Ameen Qudir

Published:
2018-02-02 16:50:28 BdST

বাংলা একাডেমী বইমেলায় প্রখ্যাত চিকিৎসক কবি ভাস্কর সাহার দুটি বই


 

 


অধ্যাপক ডা. ভাস্কর সাহা একজন স্বভাবকবি।
পেশাগত জীবনে লোকসেবী চিকিৎসক হিসেবে তিনি উজ্জ্বল নক্ষত্রের মত দেদীপ্যমান ; বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কলেজটিকে দেশের একটি সেরা সেবালয় ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করেছেন । পাশাপাশি কর্মমুখর দিনের অবসরের পুরোটাই ব্যায় করেন কাব্যচর্চায়।


ডাক্তার প্রতিদিন

___________________________


বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. ভাস্কর সাহা একজন স্বভাবকবি। নিমগ্ন হয়ে তিনি কবিতা লেখেন। তার গভীর মগ্নতা কবিতাকে ঘিরে।

পেশাগত জীবনে লোকসেবী চিকিৎসক হিসেবে তিনি উজ্জ্বল নক্ষত্রের মত দেদীপ্যমান ; বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কলেজটিকে দেশের একটি সেরা সেবালয় ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করেছেন ।
পাশাপাশি কর্মমুখর দিনের অবসরের পুরোটাই ব্যায় করেন কাব্যচর্চায়। এবার বাংলা একাডেমী অমর একুশে গ্রন্থমেলায় কবির প্রকাশিত দুটো কাব্যগ্রন্থ পাওয়া যাচ্ছে নানা স্টলে । পাওয়া যাবে কালাঞ্জলি প্রকাশনীতে। মানুষ সহ লিটল ম্যাগ চত্বরে।

 

 

 

এখানে কবি ভাস্কর সাহার তিনটি কবিতা প্রকাশ করা হল।

 

দিপান্বিতাকে
ভাস্কর সাহা

 

দিপান্বিতা কবে আসছো?
বলেছিলে পৌষের কাছাকাছি
এখন ফাগুন
গাছে গাছে ফুলের উৎসব
দুদিন পড়ে রাধাচুঁড়া ফুঁটবে
তোমার পছন্দের ফুল
অকারণে ছিড়ে নিয়ে খোঁপায় জড়াতে
জানি এখন আর খোঁপা করো না
চুল ছেটে বব করেছো
স্বর্ণালী রঙ,তবু
আমার চোখে তুমি সে আগের মতোই
না পাল্টাতে পারিনি চোখ।

খুব ঠান্ডায় জমেছো কি? শুনেছি তোমার ওখানে বরফেরও ঘর হয়
নদী জমে মাঠ
এখানেও শীত তবে অন্যরকম
তুমি জানো।

অনেক কাজ করতে হয় তোমাকে- শুনেছি
সেই সকাল থেকে রাত
কেন করো?
অভ্যেস হয়ে গেছে বুঝি?
তোমার রিসার্চের খবর কি? এত্তো এত্তো প্রকাশনা- কি করবে?
সবইতো পেয়েছো
ক্যানাডা নিউজিল্যান্ড খোদ এ্যমেরিকা
কোথায় ঘর নেই তোমার?

মনোময়কে ছেড়ে দিয়েছো
ছেলেটা তোমার কাছে
ওকে মিস করো না?
একযুগেরও বেশী একসাথে ছিলে
একটু মানিয়ে নিতে পারতে।
তোমরাই অতি সভ্য দাবী করো
কি বলবো?

আমাকে খুঁজে বের করলে কেন?
বেশতো ছিলাম ভুলে
জানি কিছু দুঃখগাঁথা ভাগ করবে
আমাকে শুনিয়ে হালকা হতে চাও বুঝি!
আমি কি শুধুই বাধ্য শ্রোতা দিপান্বিতা?
শোনাও-
শোনাই নিয়তি যে আমার।

আমার কথা কি বলবো?
আছি
বেশ আছি
ছাত্র পড়াই, কবিতা লিখি
তবে তুমি লিখে অনেক অনেক টাকা পাও, আমি পাইনা
অথবা বলতে পারো নিইনা।

আমাদের এখনো হৃদয় বলে কিছু আছে
তোমাদের নেই' সে- বলার সাহস কই?
আসবে যখন বলেছো' এসো ।
মাকে বলেছি তোমার কথা
উৎপলকেও
তোমার খেলার সাথী।
কিছ্ছু এনো না, প্রয়োজন নেই কোন
খালিহাতেই এসো।
শুধু আমার দেয়া চিঠি আর বইগুলো ফেরত এনো
জানি যত্নে রেখেছো।
ভুল কিছু কাছে রাখতে নেই
ভালো থেকো। ভালোবাসা নিও
শুভরাত্রি।

___________________________

 

Image may contain: 1 person, standing and shoes

 

 

পুষ্পঘ্রাণ
ভাস্কর সাহা

 

এই বকুল এই শিমুল কুড়ানো দিন ক্রমে ক্রমে শেষ হয়ে আসে
তেপান্তরের মাটিও ভিজে ভিজে হয় কাক!
এখনও কি ওড়না চিরুনী টিপ নিয়ে ভাবো?
ভাবো ভরা সমুদ্র দিঘীর মতো শাড়ির আঁচল!
ভুল---
ভুল, যে পথে এসেছো তুমি ভুল তোমার ঠিকানা বরাবর
যে কবিতা কাঁদে চিরকাল এ শুধু তারই ক্ষণস্থায়ী ফল
অমারাত্রি জোছনা পুড়ে পুড়ে এতো যে গুছিয়েছো ছাই
কোথায় উড়াবে?
যে আকাশ তোমার ছিল সে এক ব্যথিত তারার বাগান
নিজের হৃদয় কলির দিকে একটি বার ফিরে তাকাও
দেখো, পেলেও পেতে পারো কিছুটা পুষ্পঘ্রাণ।

__________________________

 

 

প্রেমবোধ
ভাস্কর সাহা

কাকে তুমি বলো করেছো পরশ
কাকে করেছো তর্পন?
কার হাতে রেখেছো অমৃতপাত্র
কারে দিয়েছো ঐ মন!

চুপিুচুপি করে এতো যে ডেকেছি
এতো যে বেঁধেছি চূড়া
কোন পথে গিয়ে ধরেছো কানাই
কাকে বলো মনচোরা!

মেঘে মেঘে খেলে জল লুকোচুরি
করেছো কী সাধে প্রিয়া
হেঁটে যদি যাবে নদী বরাবর
ভুলে গেলে বাঁধা খেয়া!

প্রেমের ভুবনে এতো যে হেয়ালী
বুঝি নাই সে তো আগে
আর যাবোনা - নিধু বনপথে
রাগে কি বা অনুরাগে।

 

 

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়