Ameen Qudir

Published:
2017-07-31 22:36:32 BdST

কমিউনিটি মেডিকেলে ওসিডি সেমিনার


 

 

ডাক্তার প্রতিদিন
___________________________


ঢাকার মগবাজারে অবস্থিত কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৭ জুলাই ২০১৭ অনুষ্ঠিত হল ওসিডি ( অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার ) নিয়ে মনোজ্ঞ সেমিনার কাম সিএমই ।


কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডা. সাহিদা চৌধুরী এই সিএমই আয়োজন করেন।

 

 

 


এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ আড়াই শতাধিক সুধীজন অংশ নেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ওসিডি ক্লিনিক সমন্বয়ক ডা. সুলতানা আলগিনের নেতৃত্বে বিএসএমএমউইর টিম ওসিডি ক্লিনিক সদস্যরা এই সেমিনার কাম সিএমই ( কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন )তে অংশগ্রহন করেন।

 

 


অনুষ্ঠানে কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন ।
মূল বক্তব্য রাখেন ডা. সুলতানা অালগিন।

সাইকোলোজিক্যাল ট্রিটমেন্টের ওপর বক্তব্য রাখেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শামসুন নাহার।

 

 

 

বিএসএমএমইউ ওসিডি ক্লিনিকের ডা. সাইয়েদুল আশরাফ কুশল, ডা. হাসনাত সজীব, ডা. রাইসুল ইসলাম পরাগ, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. কামরুন্নাহার দুলারী, ডা. মুনমুন, ডা. আল ইমরান, ডা. রায়হান, ডা. আনোয়ার প্রমুখ অনুষ্ঠানটি সফল করে তোলেন।


অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

 

 

______________________

 

 


প্রিয় সুজন ,
আপনি কি অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি) বা শুচিবাই রোগে
ভুগছেন ?

 

একটু সময় দিতেই হবে আপনাকে আপনার ও সকলের স্বার্থে। প্রশ্নগুলো পড়ুন অনুগ্রহ করে।

 

১।আপনি কি অতিরিক্ত ধোয়া-মোছা করেন অথবা পরিস্কার পরিচ্ছন্ন থাকেন?
২।আপনি কি কোন কিছু অতিরিক্ত চেক/ যাচাই-বাছাই করেন?
৩। আপনার মাথায় কি কোন অপ্রীতিকর/ অনাকাঙ্খিত চিন্তা আসে ? যা কিনা আপনি চাইলেও মাথা থেকে সহজে বের করতে পারেন না ?
৪।আপনার কি দৈনন্দিন কাজ শেষ করতে অতিরিক্ত সময় ব্যয় হয়?
৫। আপনার মধ্যে কি আসবাবপত্র, বই খাতা, কাপড়-চোপড় অথবা যে কোন জিনিস নির্দিষ্ট ছকে গুছিয়ে রাখার প্রবণতা আছে ?

 

 

উপরোক্ত প্রশ্নগুলোর যে কোন একটির উত্তরও যদি হ্যাঁ বোধক হয় তবে মানসিকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন ।ভুক্তভোগীদের ওসিডি ক্লিনিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় প্রতি মঙ্গলবার , সকাল ১০টা থেকে ১টায় অাসার অনুরোধ রইল।
এ জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার আউটডোরের মাত্র ৩০ টাকার টিকেট নিতে হবে।

 

লেখার সৌজন্য

ওসিডি ক্লিনিক । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। প্রতি মঙ্গলবার ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়