Ameen Qudir

Published:
2016-11-27 14:44:29 BdST

৯০০০ টাকা বেতনের ইংরাজি কলেজে কি ইংরাজি শেখাচ্ছে এসব !


 

ডা. মোহাম্মদ মোস্তফা
__________________________

     

 

 

একটি কলেজ,যেখানে একজন ইন্টারমিডিয়েটের ছাত্রের টিউশন ফি মাসে ৯০০০টাকা। সেই কলেজের একজন ইন্টারমিডিয়টের ছাত্রকে জিজ্ঞাসা করলাম , 'সে যায়' এটার ইংরেজি কি? জবাব দিল He go.এই হলো শিক্ষার নমুনা।

অামরা গ্রামের স্কুলে ক্লাশ সিক্স সেভেনে এগুলে ঠিকমত শিখেছিলাম।সেই সন্ধীপে।

হাঁ,অারও অাছে।জিজ্ঞাসা করেছিলাম তিুমি ভাত খাইতেছ" এটার ইংরেজী কি? জবাব ছিল you eat rice.

একটা ইংরেজীর নমুনা,দরখাস্ত লিখেছে এক জন--
,I want to go to my village to send my land together with my wife ।

শিক্ষার মানের নমুনা এই । এসব শিখে ডাক্তারও হচ্ছে এখন।
একবার এক ডাক্তার বলেছিল The baby one years and three month old.

@মডেল ছবি ব্যবহার করা হয়েছে এই লেখায়। 

_________________________________

 


লেখক ডা. মোহাম্মদ মোস্তফা । প্রখ্যাত চিকিৎসক। Senior Consultant : Chattagram Maa-Shishu O General Hospital ।

 

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়