Ameen Qudir

Published:
2018-07-02 16:31:10 BdST

বিশ্বকাপ ফুটবল আর জার্মান দল নিয়ে কিছু অফুটবলীয় আলাপ





ডা. রুমী আহমেদ, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী
___________________________

অনেকেই জানেন ১৯৫৪ সালের বিশ্বকাপ এ পশ্চিম জার্মান দল চ্যাম্পিয়ন হয়েছিল| এটা এক বিশাল সেটব্যাকের - সে সময়কার কনটেক্সটে|
তখন একটা জার্মান রাষ্ট্র টিকবে কিনা তা নিয়ে সবার ই যথেষ্ট সন্দেহ ছিল | এর আগে দুবার জার্মান রাষ্ট্র গঠনের চেষ্টা করা হয়েছিল এবং কোন বার ই রাষ্ট্রটি ১৫ বছরের বেশি টিকতে পারে নি |
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ পরাজয়ের নয় বছর পর - তখন পুরো জার্মানি জুড়ে সক্ষম তরুনের আকাল, ১৫-৪০ বছর গ্রূপের পুরুষ রা যুদ্ধে নির্মূল হয়ে গিয়েছে | রাষ্ট্র প্রচন্ড দুর্বল - দুভাগ হয়ে গিয়ে দুই পরাশক্তির কথা মতো দুই ভাগ চলছে | মার্শাল প্ল্যান চালাচ্ছে পশ্চিম জার্মানি আর সোভিয়েত কমিউনিজম চালাচ্ছে পূর্ব জার্মানি | আশে পাশের দেশগুলো যে যা পারছে - জার্মান ল্যান্ড দখল নিয়ে নিয়েছে|

এই পটভূমিতে - ১৯৫৪ সালের জার্মান দল ছিল এ সময়কার সৌদি আরব, ইজিপ্ট, পানামা দলের মতোই | সবার করুনার পাত্র | তখন সবচেয়ে শক্তিশালী দল ছিল কমিউনিস্ট হাঙ্গেরি| প্রথম রাউন্ডে জার্মান দল হাঙ্গেরির কাছে আট গোল খেয়েছে |
কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ালো জার্মানি! আবার ফাইনালে দেখা হাঙ্গেরির সাথে |
প্রথমে ধমাধম দু গোল খেয়ে ফেললো আট মিনিটের মধ্যে | কিন্তু ঘুরে দাঁড়ানো জার্মানি শোধ করে দিলো দুটো গোল দিয়ে দশমিনিট পরেই | খেলা শেষ হবার ছ মিনিট আগে হেলমুট রাহন করলেন জয়সূচক গোল |

জার্মানরা অনেক দিন পর আইন অমান্য করে ওদের জাতীয় সংগীত পুরোটা গাইলো, "Deutschland, Deutschland über alles"| দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে - প্রথম দুটো স্তবক গাওয়া ব্যান করা ছিল | বিজয় উৎসবে কিছুটা ড্রাঙ্ক জার্মান রাষ্ট্রপতি উত্তেজিত হয়ে এমন কিছু কথা বলে ফেললেন - যে রেডিওতে সেই ভাষণের লাইভ সম্প্রচার বন্ধ করে দিতে হয়েছিল |
একজন প্রথিতযথা জার্মান হিস্টোরিয়ান এর মতে আধুনিক জার্মান রাষ্ট্রের ফাউন্ডিং ফাদার তিনজন - সে সময়কার চ্যান্সেলর কনরাড এডেনোর, অর্থমন্ত্রী লাডউইগ ইয়ারহার্ট আর ১৯৫৪ এর বিশ্বকাপ বিজয়ী ফুটবল দলের ক্যাপ্টেন - ফ্রিটজ ওয়াল্টার |

___________________________

 

ডা. রুমী আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত চিকিৎসক। সুলেখক। সিএমসি২৮।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়