Ameen Qudir

Published:
2017-02-20 10:28:59 BdST

ইন্টার পাশ বিশেষজ্ঞ ডাক্তারের ভূয়া চিকিৎসায় প্রতারিত ফেনীর হাজারো রোগী


 


সংবাদদাতা
___________________

ইন্টারমিডিয়েট পাশ বিশেষজ্ঞ ডাক্তারের ভূয়া চিকিৎসায় দীর্ঘদিন প্রতারিত হয়েছে ফেনীর হাজার হাজার রোগী।
এই বিশেষজ্ঞ ডা. হলেন ওমর ফারুক। ইনটারমিডিয়েট পাশ হলেও ফেনী তে মা ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে ডাক্তারীর নামে প্রতারনা করছিলেন।
প্রশাসনে ছিলেন বেশ প্রভাবশালী। ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। পদস্থ লোকজনের সঙ্গে ছিল ওঠা বসা।
শেষ রক্ষা হয় নি ।

ফেনীর সিভিল সার্জন নিলেন সাড়াশি উদ্যোগ। ম্যাজিস্ট্রেট সোহেল রানা গ্রেপ্তার করেন এই ভূয়া ডাক্তারকে।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়