Ameen Qudir

Published:
2016-12-04 16:43:03 BdST

খোদ লন্ডনে মানুষের চামড়া দিয়ে ব্যাগ ! ওরা কি মানুষ!





ডাক্তার প্রতিদিন
________________________

 

 

খবরটি শুনলে সহ্য করতে পারবেন কি না জানি না। বৃটেনেই এই কান্ড চলছে ঢোল পিটিয়ে।

 

 

 

প্রায়ই ফেসবুকেসহ নানা মাধ্যমে প্রোপাগান্ডা দেখা যায়, চীনারা মানুষের মাংস খাচ্ছে। আর আফ্রিকায় পাঠাচ্ছে । সেসবের সত্যমিথ্যা সবার অজানা।


কিন্তু এবার বৃটিশ কম্পানি প্রকাশ্য ঘোষনা দিয়ে জানাল যে, তারা মানুষের পিঠের ও পেটের চামড়া দিয়ে ব্যাগ , পার্স বানিয়ে বাজারজাত করছে।
ভাবুন, একবার। মানুষ এবার হামলে পড়েছে মানুষের ওপর। তাও মানবতা , মানবাধিকারের মস্ত প্রবক্তা খোদ লন্ডনেই।

 


মানুষের পিঠ ও পেটের চামড়াই যে এই সব পণ্য তৈরির জন্য সর্বোৎকৃষ্ট, তা-ও সগৌরবে জানাচ্ছে সংস্থা।

 

বোর্নিও বা আমাজনের গহীন অরণ্য নয়, খোদ যুক্তরাজ্যের বুকেই তৈরি হয় মানুষের চর্মজাত প্রোডাক্ট। এবং ‘হিউম্যানলেদার ডট কো ডট ইউকে’ নামের প্রস্তুতকারক সংস্থাটি গৌরবের সঙ্গেই তাদের বিজ্ঞাপন প্রকাশ করে, রীতিমতো পেশাদারি কেতায় তাদের বিপণনের ওয়েবসাইট চালায়।

সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, অন্যান্য জন্তুর চামড়ার মতোই তাঁরা ব্যবহার করেন মানুষের চামড়াকে। যথাযথ ট্যানিংয়ের পরেই তাঁরা ব্যবহার করেন মানব-ত্বক। মানুষের চামড়া যে সর্বোচ্চ মানের গ্রেন লেদার।

 

 

এই চামড়া তাঁরা জোগাড় করেন কোথা থেকে।

স্পষ্ট তাঁরা জানিয়েছেন, যে সব ব্যক্তি মৃ্ত্যুর আগে ত্বক দানের কথা ইচ্ছাপত্রে বলে যান, তাঁদের চামড়া থেকেই তৈরি হয় এই সব সামগ্রী।
তাঁদের বক্তব্য, মানুষের চামড়ার এ ধরনের ব্যবহার অতীতেও ছিল। এককালে অ্যানাটমির বই মানুষের চামড়া দিয়েই বাঁধানো হতো।

সংস্থাটির বেপরোয়া বক্তব্য যে,

মানুষের চামড়ায় পণ্য তৈরি কিন্তু বেআইনি নয়। কারণ জীবন্ত মানুষের গা থেকে তো আর ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে না!

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়