Ameen Qudir

Published:
2017-02-05 12:07:03 BdST

অঙ্কের প্রশ্নপত্র: পিতা বয়েসে পুত্রের চেয়ে ২ বছরের বড় ! এই কমনসেন্স!


 ডা. অঞ্জলি সাহা
______________________

অবিশ্বাস্য হলেও সত্য। এটি একটি প্রশ্নপত্র। অঙ্কের প্রশ্নপত্র: পিতা বয়েসে পুত্রের চেয়ে ২ বছরের বড় ।
এই প্রশ্নপত্র অনুসারে পুত্র সাহেব তার জন্মদাতা পিতার চেয়ে মাত্র ২ বছরের ছোট। অর্থাৎ পিতা সাহেব মাত্র ২ বছর বয়েসে পিতা হয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে তথা বাস্তবে এটা অকল্পনীয় হলেও গুনধর অনেক শিক্ষক এভাবেই কোমল মতি ছাত্রদের শিক্ষাদান করে চলেছেন।
এ বিষয়ে বিশিষ্ট কলামলেখক ও জনপ্রিয় কথাসাহিত্যিক নাসিমুন নাহার তার মন্তব্যে বলেন,


হা হা।
আসল পুরুষ দেখতে চান !
---পরীক্ষার প্রশ্নপত্রে খুঁজে নেন।

যদিও চিকিৎসা শাস্ত্রে এই ঘটনার কোন ব্যাখ্যা নেই!

২ বছর বয়সে বাবা হলেন পিতা!
একমাত্র গুনধরর শিক্ষকদের পক্ষেই সম্ভব পিতাকে এত powerful reproductive system দেয়া !
খুব জানতে ইচ্ছে করছে--এই পুত্রের মাতার বয়স কত !
এই কমনসেন্স নিয়ে এরা কিভাবে শিক্ষক ?!

যদিও মিডিয়া আর সুশীলেরা বলবে এটা প্রিন্টিং ভিসেকটমি ।


____________________________

ডা. অঞ্জলি সাহা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়