SAHA ANTAR

Published:
2021-06-12 01:22:46 BdST

মেজাজ হারালে, মেজাজ সপ্তমে চড়লে যা করণীয়


 


প্রফেসর ডা সুলতানা আলগিন
সাইকিয়াট্রিস্ট,
কনসালটেন্ট ওসিডি ক্লিনিক ও জেরিয়াট্রিক ক্লিনিক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
_________________________

ক্রিকেটার বা খেলোয়াড় বা সেলিব্রিটিদের জন্য মনোরোগ বিশেষজ্ঞদের নিয়মিত পরামর্শ বড় প্রয়োজন।
নানামুখী চাপ তাদের জীবনে। অর্থ নৈতিক উত্থান পতন, ক্যারিয়ারের চাপ, ভক্তদের চাপ, পারিবারিক বিষয়; নানা টানাপোড়েনের মধ্যেই তারা ক্লান্ত হয়ে ওঠেন।
এটা সাকিব অাল হাসানদের ক্ষেত্রে হতে পারে। শাহরুখ খানদের জীবনে হতে পারে।
দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান নিয়মিত মনোরোগ বিশেষজ্ঞ সেবা নেন।
সাকিবদের ক্ষেত্রে এমন সেবা নেওয়া হয় কি।

না হয়ে থাকলে খুবই জরুরি।

কথা গুলো সাকিবের অাচরণের সাময়িক অস্বাভাবিকতা দেখে একজন মনোরোগ বিশেষজ্ঞ শুভাকাঙ্ক্ষী হিসেবে শুভকামনা হিসেবে বলা।

প্রথম আলো বেশ সুন্দর করে লিখেছে।


"
একটি এলবিডব্লুর আবেদনে সাড়া পাননি আম্পায়ার ইমরান পারভেজের কাছ থেকে। সাকিব আল হাসান তাতেই হারিয়ে বসলেন মেজাজ। বিতণ্ডায় জড়ালেন, লাথি দিয়ে ভাঙলেন স্টাম্প।

আজ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। সময়ের ফেরে আবাহনী–মোহামেডান ক্রিকেট দ্বৈরথ রঙ হারালেও সাকিবের কল্যাণে আজ অতীতের উত্তেজনা ফিরল মাঠে। যদিও লাথি মেরে স্টাম্প ভাঙার মতো ঘটনা অতীতে কখনো ঘটেছে কিনা, সেটি গবেষণার বিষয়।"
এধরণের ঘটনা অস্বাভাবিক নয়। বাড়াবাড়ি বটেই। কিন্তু এই সেলিব্রিটি রা মনোরোগ বিশেষজ্ঞ দের ফলোআপে থাকলে এমন খেপামো অবশ্য ই নিয়ন্ত্রণ সম্ভব।

শুধু সাকিব কেন, অাপনাদের জীবনে বা পরিচিত জনের মধ্যে এমন অস্বাভাবিকতা দেখতে পেলে মনোরোগ সেবা নিন। অবশ্য ই নিন।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়