Ameen Qudir

Published:
2018-06-27 15:36:04 BdST

ফুটবলের ইতিহাসে অমরত্ব পেতে বিশ্বকাপের আসরে সাফল্যের বিকল্প নাই


 


ডা. আশীষ দেবনাথ
_________________________

ঘাম দিয়ে জ্বর ছাড়লো! অবশেষে কাঙ্খিত জয়ের বন্দরে আর্জেন্টিনা। খেলছে নক আউটে।
এখন যে কথাটি বলার বলছি।
বিশ্ব ফুটবলের ইতিহাসে অমরত্ব পেতে হলে বিশ্বকাপের আসরে সাফল্যের কোন বিকল্প নাই। এই ব্যাপারে ফুটবল ইতিহাস একদম একচোখা। সারা বছর ক্লাব ফুটবলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে মেতে থাকলেও ইতিহাস শেষ পর্যন্ত বিশ্বকাপে সাফল্য পাওয়াদেরই মহিমান্বিত করে গেছে। আর এখানেই পেলে, ম্যারাডোনা, রোনালদো লিমা, জিদানরা ইতিহাসে অনন্য হয়ে আছেন।

ভাগ্য, সময়ের মারপ্যাচ কিংবা কার্যকর জাতীয় দলের সতীর্থের অভাবে ক্লাব ক্যারিয়ারে ঈর্ষনীয় সাফল্য সত্ত্বেও বিশ্বকাপ জেতা হয়নি অনেক গ্রেট ফুটবলারের। ক্লাব ক্যারিয়ারে সর্বাধিক সাফল্য পাওয়া দুজন গত দেড়যুগ বিশ্ব মাতিয়ে রাখা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। দুজনই পাঁচটি করে ব্যালন ডি অর জিতেছেন। এই দুজনের মতোই বিশ্বকাপ জিততে পারেননি তিনবার করে ব্যালন ডি অর জেতা মিশেল প্লাটিনি, ইয়োহান ক্রুইফ কিংবা মার্কো ফন বাস্তেনও।

৩১ বছর বয়সী লিওনেল মেসির সেরা সুযোগ ছিল ২০১৪ বিশ্বকাপ। সতীর্থদের অমার্জনীয় ব্যার্থতায় গত টুর্নামেন্টের ফাইনাল থেকে ফিরতে হয় ক্ষুদে যাদুকরকে। ৩৩ বছর বয়সী রোনালদো এবং মেসির এবারই শেষ সুযোগ। বিশ্বকাপ না জিতলে ক্লাব ফুটবলে অভাবনীয় সাফল্য পাওয়া এদুজনকে বিশ্ব ফুটবল ইতিহাস কেমনে মনে রাখবে তা ভবিষ্যৎই বলবে। ফুটবল প্রেমী হিসেবে আমাদের কাজ হলো খেলাটা উপভোগ করা।

বিশ্বকাপ না জেতা গ্রেট খেলোয়াড়গন--
১) ক্রিশ্চিয়ানো রোনালদো- পর্তুগাল
২) লিওনেল মেসি- আর্জেন্টিনা
৩) ইয়োহান ক্রুইফ- নেদারল্যান্ড
৪) ফেরেঙ্ক পুসকাস- হাঙ্গেরী
৫) ইউসেবিও- পর্তুগাল
৬) কার্ল হেইন্জ রুমেনিগে- জার্মানী
৭) মিশেল প্লাটিনি- ফ্রান্স
৮) অলিভার কান- জার্মানী
৯) জর্জ বেস্ট- উত্তর আয়ারল্যান্ড
১০) জিকো- ব্রাজিল
১১) পাওলো মালদিনি- ইতালী
১২) মার্কো ফন বাস্তেন- নেদারল্যান্ড।।
_________________________

ডা. আশীষ দেবনাথ । বিশেষজ্ঞ অবেদনবিদ,নোয়াখালি। সুলেখক। ক্রীড়ামোদী।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়