Ameen Qudir

Published:
2017-04-06 21:43:36 BdST

"ঝগড়াই জীবন , ঝগড়াই মরন"



ডা. মিথিলা ফেরদৌস
__________________________

ঝগড়া ।
ঝগড়া একটা শিল্প,আমি একে কুটির শিল্প বলতে চাই।কারণ কুটিরে কুটিরে সাধারণত এর চর্চা হয়।বিশেষ করে বেশির ভাগ দম্পতিদের মধ্যে।
আমার ভাই বোন না থাকায়,আমি এতে পারদর্শী ছিলাম না।কিন্তু আমার জামাইকে এ শিল্পের একজন নিখুঁত শিল্পী বলা যেতে পারে।মুলত তার কাছে আমার ঝগড়ার হাতে খড়ি।
বিয়ের প্রথম দিকে এইটা আত্বস্থ করতে আমার খুব কস্ট হত।তখন আসলে আমি ঝগড়া আর বির্তকের মধ্যে যে বিশাল ব্যাবধান আছে তা বুঝতাম না।আমি একসময় বির্তক করতাম,ওই নিয়মে যেতে চাইতাম। জামাই এর সাথে ঝগড়া লাগলে সে দেখতাম যুক্তি তর্কের ধার ধারতোনা।একনাগাড়ে কথা বলে যেতো।প্রতিপক্ষকে কথা বলার কোন সুযোগ দিতো না।মুলত এইটাই ঝগড়ার মুলমন্ত্র।আমি অবাক হয়ে শুনতাম আর হেরে যেতাম।কি যে যাতনা হতো বলে বুঝাতে পারবোনা।বিয়ের প্রথম দিকের ঝগড়ার একটা উদাহরন
বিশ্বকাপ খেলা দেখতে বসে,জামাইকে জিজ্ঞেস করলাম বলোতো
----গোল মানে কি?
-----হ্যা তুমি আমাকে গোল শিখাও,তুমি বলতো এল বি ডাব্লিঊ কি?ফাজলামো করো আমার সংে?জীবনে কয়টা খেলা দেখছো.................বাগাড়া বাগাড়া।
এমনকি ঝগড়ার পর কথা বন্ধ করলেও সে বিষয়ক ঝগড়া।মোটকথা ঝগড়া ছাড়া কোন কথা নাই।

 

আমি অবাক,আমার অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাচি।
এইভাবেই আস্তে আস্তে ঝগড়ার ট্রেনিং চলতে থাকে,অনারারী ট্রেনিং না,ভাত কাপড় পাইতাম।


এখন আমি একজন নিজেও এই শিল্পের কর্ণধার বলা যাইতে পারে।যদিও গুরু সবসময় গুরু।তার সঙ্গে এখনও পেরে উঠিনা।জামাই ঝগড়া শুরু করলে এখনও মনোযোগ দিয়ে অনেক কিছু শিখার চেষ্টা করি,ঝগড়া করা বাদ দিয়ে।শেখার তো কোন শেষ নাই তাইনা?
মুসোলিনী বলে গিয়েছিলেন,"যুদ্ধই জীবন, যুদ্ধই মরণ"।
আমার জামাই হলো তার নিউ এডিশান--"ঝগড়াই জীবন ঝগড়াই মরন"।
আজ সকালেও যখন এই পোস্ট তাকে দেখালাম প্রথমে একচোট হাসলো,তারপর পোস্ট বিষয়ক একচোট ঝগড়া করলো,তারপর অফিস গেলো,এবং যথারীতি ভুলেও গেলো।
ঝগড়ার মুলমন্ত্র,অপর পক্ষ কে কিছু বলার সুযোগ না দিয়ে এক নাগাড়ে নিজে বলে যাওয়া,কোন রকম যুক্তি তর্কের ধার না ধারা।
ঝগড়া ছাড়া কোন দাম্পত্য সুখের হয় কিনা আমার জানা নাই,তবে আমার কাছে এই ভালো,সারাদিন টুকটাক লেগে থাক।
__________________________

লেখক ডা. মিথিলা ফেরদৌস । সোহরাওয়ার্দী হাসপাতাল।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়