Saha Suravi

Published:
2024-12-04 16:03:15 BdST

রোগীরা অধৈর্য হয়ে ডাক্তারী পরীক্ষা,ঔষধ পত্রে যা ব্যয় করে তা অতিরিক্তের অতিরিক্ত


 

অধ্যাপক ডা. ভাস্কর সাহা
প্রাক্তন অধ্যক্ষ
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ
____________________

অতি চিকিৎসা নিয়ে কিছু কথা।
আমার এক পরিচিত ভদ্রলোকের কাশি থামছে না এবং কাশতে কাশতে অজ্ঞান অবস্থা হয়ে যায় বিধায় একটি কর্পোরেট হাসপাতালে ভর্তি হয়েছে। সেখানে তার সমস্ত চেক আপ হবে।
ইদানিং যে জ্বর কাশি হচ্ছে তার অধিকাংশই ভাইরাস জনিত এবং জ্বর কাশি দুই সপ্তাহের বেশি থাকছে।বলাই বাহুল্য এতে এন্টিবায়োটিক এর কোন ভূমিকা নেই।
রোগীরা অধৈর্য হয়ে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা ঔষধ পত্রে যা ব্যয় করে তা অতিরিক্তের অতিরিক্ত।
কোন কাউন্সিলিং এ কোন কাজ হচ্ছে না।
আমার ঘাড়ের ব্যাথা ফ্রোজেন সোল্ডার,হাঁটু ব্যথা, এন্কেল ইনজুরির ব্যথা এমনি এমনি সেরেছে এক টাকারও ওষুধ সেবন করিনি। এন্কেল ইনজুরির ব্যথা সারতে লেগেছে দুই বছর। টেনিস এলবুর ব্যথাও সারবে আশাকরি বিনা ওষুধে যদিও তিন মাস হয়ে গেলো।
শরীরে রোগ যেমন হয় আবার ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে সারার উপায়ও উপরওয়ালা দান করেছেন।আমাদের দরকার একটু ধের্য।
এদিক দিকে আমার গীন্নি সেরার সেরা। সে তার জীবনে তেমন ওষুধ খায়নি বললেই চলে।
অধিকাংশ ক্ষেত্রে সে নিজের চিকিৎসা নিজে করে। তিনটা অপারেশন হয়েছে তাতে যেটুকু বিশ্রাম দরকার ততোটুকুই।
এর বাইরে বিবাহিত জীবনের বত্রিশ বছরে সে একদিনের জন্যও শয্যা নেয়নি। তার বক্তব্য প্রনিধানযোগ্য না হলেও তার হাঁটাচলা পরিশ্রম আত্মবিশ্বাস এবং স্বামীর সাথে চিৎকার চেঁচামেচি তাকে সুস্থ রেখেছে।
সাধারণ অসুস্থতায় একটু ধৈর্য ধরুন। রোগ এমনি সেরে যাবে। কাজ করুন পরিশ্রম করুন চিৎকার চেঁচামেচি করুন, আমার গিন্নির ফর্মুলায় সুস্থ থাকুন।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়