SAHA ANTAR

Published:
2021-05-08 16:11:21 BdST

ঘরে গাছ, বারান্দায় গাছ ;অক্সিজেন পাবেন, হবে মন ভাল


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী

বাংলাদেশের লোক স্বাস্থ্যাচার্য
________________

ঘরে গাছ, বারান্দায় গাছ ;অক্সিজেন পাবেন,
হবে মন ভাল।

সালোক সংশ্লেষনে গাছ খাদ্য উৎপাদন করে। আর এভাবে কিছু অক্সিজেন তৈরি হয়। অবশ্য একজন প্রাপ্ত বয়স্কের যত অক্সিজেন লাগে, এর চেয়ে কম তৈরি করে গাছ। যে গাছ যত তাড়াতাড়ি বাড়বে, তত বেশি মেটা বলিজম। আর তত বেশি অক্সিজেন। গাছের জন্য চাই জল আর সূর্যের আলো ।
স্নেক প্ল্যান্ট বা এরিকা পাম গাছ ঘরে রাখলে অক্সিজেন বেশি।
গাছের যত্ন নিলে মন ভাল থাকে। গাছ রাখলে ঘর থাকে ঠাণ্ডা । অতিমারির সময় জানালা খোলা রাখতে বলা হয়েছে। ঘরে গাছ রাখলে আরও ঠাণ্ডা লাগবে।
গাছ কাটবেন না । ওরা কষ্ট পায়।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়