Dr. Aminul Islam

Published:
2021-04-28 04:52:51 BdST

মসজিদের বন্ধ রুমের চেয়ে বাইরের খোলা আকাশের নিচে নামাজ নিরাপদ


অধ্যাপক ডা. রেজাউল করিম
-------------------

মসজিদের ভিতরের বন্ধ রুমের চেয়ে বাইরের খোলা আকাশের নিচে নামাজ পড়া নিরাপদ-
———————————————————

বৈজ্ঞানিকদের সর্বশেষ তথ্য অনুযায়ী কোভিড রোগ ড্রপলেট নিউক্লিয়াসের মাধ্যমে বায়ুর সাহায্যে ছড়ায় ( Airborne infection)। যা পূর্বের ধারনার পরিপন্থি। আগা ভাবা হচ্ছিল অপক্ষাকৃত বড় ড্রপলেট এর সাহায্যে ছড়ায় যা ৬ ফুটের বেশী দূরত্বে ভেসে যেতে পারে না।

এখনকার ধারনা অনুযায়ী ক্ষুদ্রাতিক্ষুদ্র ড্রপলেট নিউক্লিয়াস দীর্ঘক্ষন রুমের মধ্যে ভেসে থাকতে পারে এবং সংক্রমন ঘটাতে পারে।

তাই মসজিদের এসি লাগানো বন্ধ রুমে নামাজ পড়া সাংঘাতিক বিপদজনক হতে পারে। তারচেয়ে বাইরের আলো বাতাসের মধ্যে খোলা জায়গায় নামাজ পড়া নিরাপদ। আমি গত শুক্রবার নামাজ পড়েছি মসজিদের বাইরে খোলা আকাশের নিচে দাড়িয়ে।

ইদানিং প্রয়োজনীয় বাজার করছি বাজারের বাইরের ভ্যান গাড়ী থেকে যা বাজারের ভিতরের ভিড় থেকে নিরাপদ।

মাস্কের যথাযত ব্যবহার নিশ্চিত করুন। ২ দিন আগে ব্রাক ব্যাংকে বিল জমা দিতে গিয়ে দেখি ক্যাশিয়ার ভদ্রমহিলা ডিসপোজেবল হেড ক্যাপ দিয়ে মাথা ডেকেছেন বটে, উনার মাস্ক এত নিচে নেমে এসেছে নাকের ফুটা প্রায় উন্মুক্ত। আমি বললাম করোনা রোগ মাথা দিয়ে নয়, নাকের ফুটা দিয়ে ডুকবে।

অনেক রোগীর স্বজনদের দেখছি, চিকিৎসকদের ইমপ্রেস করার জন্য কথার মাঝখানে মাস্ক নামিয়ে চেহারা দেখানোর চেষ্টা করেন। যা খুব বিপদজনক কারন সর্বশেষ ধারনা অনুযায়ী বেশীর ভাগ ক্ষেত্রে রোগ ছড়াচ্ছেন জ্বর, কাশি, শ্বাস কষ্ট বিশিষ্ট রোগীর চেয়ে লক্ষনহীন আপাত সুস্থ্য মানুষ/রোগীরা ( Asymptotic and presymptomatic patients)। তাই অফিস, হাসপাতাল যেখানেই অন্যপক্ষ মাস্ক নামাবে সাথে সাথে কথা বন্ধ করে তাকে মাস্ক ঠিক করার পরামর্শ দিন।

নিরাপদে থাকুন।
কোভিডের সাথে দীর্ঘদিন বসবাসে কুশলী হোন।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়