ডেস্ক

Published:
2021-04-22 19:49:16 BdST

করোনা কালীন চোখ লাল হওয়া বা চোখ উঠা: গুরুত্ব ও ১০টি করণীয় উপদেশ


 

অধ্যাপক ডা: দীপক নাগ
———————————————————

‘চোখ উঠা (conjunctivitis)’ বা চোখ লাল হওয়া করোনা রোগীর একটি উপসর্র্গ । এ ধরনের চোখ উঠা রোগী এখন অনেকেই আমাদের চোখের ডাক্তারের কাছে আসছে।সমীক্ষায় দেখা গেছে ১-৩% করোনা রোগীর অতি প্রাথমিক (very early), আমি আবার বলছি অতি প্রাথমিক লক্ষন চোখ লাল হওয়া। তবে বয়স ভেদে এটা ২৩% পর্যন্তও হতে পারে।গবেষনায় এও দেখা গেছে যে কোবিড-১৯ আক্রান্ত ৪-৪১% রোগী কোন না কোন চোখের সমস্যায় ভোগে থাকে। চোখের উপসর্গগুলি এতটা গুরুত্ব পায় না কারন করোনার অন্য সমস্যার তুলনায় এগুলি এত সিরিয়াস নয়।

কিন্তু এই চোখ লাল হওয়ার গুরুত্বটা অন্য জায়গায়। রোগীরাও অনেক সময় এটাকে মামলি ‘চোখ উঠা’ হিসাবে গন্য করেন এবং দু:খজনক ভাবে সাধারন চোখ লাল হওয়া রোগী দেখতে গিয়ে চক্ষু বিশেষজ্ঞগণ অজান্তেই আক্রান্ত হয়ে যেতে পারেন এবং অন্য রোগীদেরকে আক্রান্ত করতে পারেন। যাহা রোগী এবং ডাক্তার কারো কাছে কাম্য নয়।

তাই, কারো এই মহামারীর সময়ে ‘লাল চোখ বা চোখ উঠলে’ অবশ্যই গুরুত্ব দিতে হবে। করোনা জনিত চোখ লাল হলে-

১। এর সাথে মৃদু জর, নাক দিয়ে পানি পড়ে, গলা ব্যাথা, খুশকুশে কাশি থাকতে পারে।

২। অনেকের চোখ লালের সাথে গা ব্যাথা, শরীর মেজ মেজ করতে পারে।

৩। কারো কারো দূর্বলতা, মাথাব্যাথা ও পেটের পীড়া থাকতে পারে।

৪। গুরুত্ব দিতে হবে (most important) চোখ উঠার সাথে নাকে গন্ধ নেয়া বা জিহ্বার স্বাদ নস্ট হয়েছে কিনা?

৬। উপরে বর্নিত উপসর্গ গুলি বিশেষ করে যারা বাইরে বের হন অথবা জনসমাগমের সংস্পর্শে আসেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব বহন করে।

৭। চোখ উঠা রোগীর নিজের জটিল সমস্যা না হলেও, নিজে carrier হিসাবে কাজ করে দ্রুত অন্যকে সংক্রামিত করতে পারে।

৮। সন্দেহ হলে করোনা পরীক্ষা করুন। চোখের এ ধরনের সমস্যার জন্য আলাদা কোন চিকিৎসার প্রয়োজন নেই। তবে অনেকে এনটিবায়োটিক ড্রপ ও লুবরিকেনট ড্রপ দিতে পছন্দ করেন।

৯। চোখ উঠলে বা চোখ লাল হলে অনেক সময় চোখ কচকচ করে এবং চোখ চলকাতে ইচ্ছা করে। করোনা কালে চোখ লাল হলে কখনই হাত মুখের কাছে নেওয়া বা চোখ চুলকানো যাবে না।

১০। প্রয়োজনে প্রটেকটিব গ্লাস অথবা আই শিল্ড ব্যবহার করতে হবে।

সতর্ক থাকুন, ভাল থাকুন।

অধ্যাপক ডা: দীপক নাগ
বিভাগীয় প্রধান, রেটিনা বিভাগ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল
[email protected]

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়