Dr. Aminul Islam

Published:
2021-03-04 19:43:09 BdST

দৃষ্টির যে ৭ সমস্যা একদম অবহেলা নয়


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী 

---------------------------------------

দৃষ্টির যে সব সমস্যা অবহেলা করা নয়

দৃষ্টি শক্তি এক অনন্য উপহার সৃষ্টি কর্তার । আমাদের সব অভিজ্ঞতা ,দেখা জীবনের উপভোগ এর অনেকটা এরই কল্যাণে ।
আমাদের এই চোখ খুব নাজুক অথচ কি বিস্ময়কর ! বয়স হলে চোখেও নামে জরা। জীবনের সুবর্ণ সময়ে তাই বেশ নজর রাখা চাই এর। সে কথাই বলা।

১। অনেকের জন্য ঝাপসা দৃষ্টি বৃদ্ধ বয়সের জন্য। হটাত দেখলেন প্রায় সব সময় ট্যারা হচ্ছেন আর বই পড়তে আনতে হচ্ছে কাছে। একে বিজ্ঞানে বলে রেফ্রাকটিভ ত্রুটি যেমন দূরে দেখতে বা কাছে দেখতে সমস্যা।
২। হতে পারে দ্বি দৃষ্টি বা ডাবল ভিশন । হয়ত দূর দৃষ্টি বা অদুর দৃষ্টি । নিয়ার সাইটেড বা ফার সাইটেড । কিন্তু ডাক্তার দেখাবেন । হতে পারে গুরুতর ত্রুটি । ডায়েবেটিক রেটিনোপ্যাথি " ডায়ে বে টি স অনেক দিন নিয়ন্ত্রণে না থাকলে রেটিনার খুব ক্ষুদ্র রক্ত নালি ক্ষতি গ্রস্ত হয় আর এ হচ্ছে অন্ধত্ব এর এক বড় কারণ । এই রোগে আলোর ফুটকি আলোর ঝলক দেখা যায় ।
৩। চোখে পড়তে পারে ছানি । এ যেন নোংরা জানালার কাচের ভেতর দিয়ে দেখা । চোখের লেন্সে পড়ে ছানি , এমন হলে আলো স্পষ্ট ভাবে পড়তে পারেনা রেটিনাতে । যদি দেখেন এমন আর যদি রঙ ফ্যাকাশে হয়ে যাচ্ছে আলো খুব উজ্জ্বল দেখাবেন চোখের ডাক্তার কে।
৪। রাতে ভাল দেখা যায়না হতে পারে চোখে ছানি বা নিকট দৃষ্টি র জন্য।
কিন্তু হতে পারে ভিটামিন এ ঘাটতি র কারনে, কিছু ওষুধের জন্য আর বিরল এক অবক্ষয়ী রোগ " রেটিনাইটিস পিগমেনটসা " এর জন্য।
৫। দেখতে পারছেন ভাল কেন্দ্রের সব কিছু কিন্তু চারধার নয়
স্পষ্ট । একে বলে টানেল ভিশন । সুড়ঙ্গের ভেতর দিয়ে দেখা যেন ।
এর কারন গ্লুকোমা । চোখের ভেতরে চাপ ধীরে ধীরে বেড়ে নষ্ট করে দেয় অপটিক স্নায়ু আগাম চিহ্নিত হলে আছে নিবারণ তবে নিরাময় নেই
।৬। দৃষ্টি পথে আলোর ফুলকি । অনেক সময় ভাসমান সব কণা বা
সূক্ষ্ সুতো বা জালের ছিটকে পড়া সুতো যেন । এটি হয় বয়স হলে তবে ডাক্তার কে দেখানো ভাল।
৭। অনেকের হয় পিংক আই। কঞ্জাঙ্কটিভাই টি স। খুব সচরাচর
আর খুব সংক্রামক । মুক্তিযুদ্ধের সময় এ রোগ হত মুক্তি সেনাদের তখন এর নাম ছিল জয় বাংলা রোগ । চোখ লাল, খুব চুল কানি এর পর হপ্তা শেষে আর নাই । তবে ব্যথা হলে আর দেখতে সমস্যা হলে ডাক্তার দেখাবেন।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়