Dr. Aminul Islam

Published:
2020-12-19 00:36:44 BdST

করোনা কালীন চক্ষু রোগীদের করনীয়


 

অধ্যাপক ডা: দীপক নাগ
____________________________

করোনা কালীন অনেকেরই চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।যেহেতু করোনা একটি অতি সংক্রামক রোগ, তাই এ সময় একদম জরুরী কোন সমস্যা না হলে বাড়ীর বাইরে না যাওয়াই ভাল।

এমতাবসতায়, সাধারন চোখের সমস্যার জন্য ঘরে বসেই চিকিৎসা নেয়া সম্ভব । এই জন্য আপনারা জানেন বিভিন্ন সামাজিক মাধ্যমে ও হাসপাতালে ডাক্তারগনের ব্যক্তিগত ও প্রাতিষঠানিক টেলিফোন নাম্বার দেয়া আছে। টেলিফোনে যোগাযোগ করেই চক্ষু রোগীরা তাদের নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।

এখন জানা দরকার কোন কোন ক্ষেত্রে চক্ষু রোগীদের জরুরী চিকিৎসার জন্য ডাক্তার ও হাসপাতাল আসতে হবে:-
১। চোখে আঘাত পেলে।
২। চোখ লাল এবং ব্যাথা হলে।
৩। চোখে হঠাৎ করে কম দেখলে ।
৪। চোখে অগ্নি ফুলিজ্ঞ দেখা গেলে।
৫। ডায়াবেটিস এর রোগীরা চোখে কালো কালো অথবা লাল দেখলে।
৬। নবজাতক শিশু যাদের জন্ম ৩৪ সপ্তাহ বা তার আগে এবং ওজন ১.৭৫ কেজির নিচে, তাদের জন্মের ৩০ দিনের মাথায়।

তাছাড়া অনেকেই আছেন যাদের করোনার আগে ডাক্তার অপারেশন এর জন্য উপদেশ দিয়েছিল, সেসব ক্ষেত্রে জরুরী উপদেশ না হলে এই মুহুর্তে অপারেশন না করানোই ভাল।

অনেকে আছেন যাদেরকে এক বা দুই মাসের ঔষধ দেওয়া হয়েছিল, যা এখন শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে, যদি কোন ড্রপ চলবে লিখা থাকে, সেগুলো বন্ধ করা যাবে না। উল্লেখ্য যে চোখের প্রেসার যথা গ্লুকোমার ঔষধ কোন অবস্তাতেই বন্ধ হবে না।

যাদের চশমা ভেংগে বা হারিয়ে গেছে, তাঁরা পুর্বের চশমার পাওয়ার এর কাগজ দেখিয়ে চশমা বানিয়ে নিতে পারেন।

ঘরে থাকুন। ভাল থাকুন।

অধ্যাপক ডা: দীপক নাগ
বিভাগীয় প্রধান, রেটিনা বিভাগ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়