DESK
Published:2025-01-01 12:18:58 BdST
বেসরকারি মেডিক্যালের মৌলিক চিকিৎসা বিদ্যার শিক্ষকদের বেতন ভাতা কমপক্ষে যত হওয়া উচিত
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
প্রাক্তন অধ্যক্ষ , চট্টগ্রাম মেডিকেল কলেজ
_______________________
বলছি তাদের জন্য যারা সামাজিক মাধ্যমে অবহেলিত আর কম আলোচিত।
মৌলিক চিকিৎসা বিদ্যার শিক্ষক।
বেসরকারি মেডিক্যাল কলেজে মৌলিক চিকিৎসা বিদ্যার শিক্ষক বিশেষ করে প্রথম আর দ্বিতীয় বর্ষ এ ম বি বিএস শিক্ষকদেরএনাটমি,ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কমিউনিটি মেডিসিন,জুরিসপ্রুডেন্স। লেকচারার থেকে পে স্কেল ন্যুনপক্ষে হওয়া উচিত ৩৫ ০০০ টাকা শুরু এরপর স্কেল ৪০০০০/ টাকা ক্রমান্বয়ে উঠতে উঠতে উপর অধ্যাপক হবে ১- দেড় লাখ স্কেল।
কারণ এরা নন প্রাকটিসিং;যাতে পাওয়া যায় সেজন্য ৪০০০০ চাওয়া হল।উচিত ছিল চাওয়া ৫০০০০ এখনকার বাজারে।
এরা সংখায় কম।
আর বেতন কম হলে আর এদের পাবে না এত মেডিকেল কলেজ। মেডিক্যাল কলেজ ত ১০৭ টি। পৃথিবীর সর্বোচ্চ।
এরা ব্যবসায়িক প্রতিষ্ঠান;তাই ব্যাবসার খাতিরে করতে হবে। কয়েকজন লেকচারার আর এসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে কি মেডিক্যাল কলেজ চলবে আর শিক্ষার ক্ষেত্রে কপটতা আর দুই নম্বরি করা কি উচিত?
ইনস্পেকশন টিম এলে কয়েক জন প্রবীণ অধ্যাপক দেখানো আর উচচ পদে অধ্যাপক দেখানোর কপটতা বন্ধ করতে হবে।এরপর এরা চলে গেলে আগের মত। নিয়ন্ত্রণ সংস্থা সৎ কঠোর আর অনমনীয় হলে ; আর ঘুষ না নিলে তা অসম্ভব নয়। এটা সারপ্রাইজ ভিজিটিং এই প্রবণতা বন্ধ করতে পারে। আর পরীক্ষার সময় কাউন্সিল পরিদর্শক।
আর কলেজ এক্রেডিটেশন। অনেক বিশেষজ্ঞ আছে। আমার একজন ছাত্র আছে ভিয়েতনামে; সে খ্যতনামা এক্সপার্ট এ বিষয়ে।পৃথিবীর নানা দেশে কাজ করে।এরা অবলীলায় সব স্টান্ডার্ডাইজেশন করে দেবে আর বজায় রাখবে।
আপনার মতামত দিন: