Saha Suravi
Published:2025-02-02 17:23:44 BdST
আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে বিসিপিএস-এর উল্লেখযোগ্য পদক্ষেপ
ডেস্ক
__________________________
বিসিপিএস এর আইটি বিভাগের উদ্যোগে ই-লগবুক এর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স:
বিসিপিএস এক ধাপ এগিয়ে গেল।
বিসিপিএস সভ্য শিশু বিশেষজ্ঞ ডা. তাহমিনা বেগম
"আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে বিসিপিএস এর ট্রেনিং এর উল্লেখযোগ্য পদক্ষেপ -"
এক লেখায় জানান, "
আজ বিসিপিএস এর আইটি বিভাগের উদ্যোগে ই-লগবুক এর উদ্বোধন হলো। সারা বিশ্বে ই লগবুক এর মাধ্যমে ট্রেনিং মনিটরিং করা হয়। কোথাও ম্যনুয়াল লগবুক গ্রহণযোগ্য নয়। আমরা এতোদিন ম্যনুয়াল লগবুক ব্যবহার করে এসেছি যার জন্য পৃথিবীর কোন কোন দেশে আমাদের এফসিপিএস ডিগ্রী যথাযথ স্বীকৃতি পায়নি। External examiner গন এসে পরীক্ষা নেন এবং আমাদের ট্রেনিং সম্বন্ধে জানতে চান, ম্যানুয়েল লগবুক দেখে অসন্তোষ প্রকাশ করেন।
এখন থেকে পৃথিবীর যে কোন প্রান্তে আমাদের ট্রেইনী গন বিসিপিএস এর সাথে সংযুক্ত থাকতে পারবেন। প্রথম বার ৪ টি সাবজেক্ট যেমন মেডিসিন, সার্জারি, গাইনি ও পিডিয়াট্রিক্স এর ট্রেইনীগন ই লগবুক এর আওতায় আসবেন। পর্যায়ক্রমে সব সাবজেক্টই এই কার্যক্রম এর আওতায় আসবে। Supervisor / trainer and trainee গন লগবুকে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ট্রেনিং এর শুরু হবে ই লগবুক দিয়ে এবং পুরো ট্রেনিং এ ট্রেইনীদের ফিডব্যাক দেবেন ট্রেনার গন।
বিসিপিএস এর ওয়েবসাইটে এ সংক্রান্ত সমস্ত তথ্য আছে এবং যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন। উল্লেখ্য জানুয়ারি, ২৫ এ যারা পার্ট ১ করেছেন তারা ই লগবুক এর মাধ্যমে ট্রেনিং ও মনিটরিং লাভ করবেন।
বিশ্বাস করি আমাদের প্রাণের প্রতিষ্ঠান বিসিপিএস সবার সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে আরো এগিয়ে যাবে।"
আপনার মতামত দিন: