Ameen Qudir

Published:
2016-11-20 20:39:00 BdST

সেবার দায় কি শুধু ডাক্তারদের ?


 

 

 



___________________________
ডা. ফয়সল ইকবাল চৌধুরী

_________________________

 


সমাজ সেবার সব দায়িত্ব ডাক্তারদের , এ দেশে শুধু ডাক্তাররাই কি সমাজ সরকারের ট্যাক্স এর টাকায় পড়ে। অন্য কেউ কি পড়ে না।

 

নিচের লিস্টে দেখেন, কারা কারা পড়ে।

 


কেবল ডাক্তাররা জনগনের ট্যাক্সর দায় নেই নাই।

সবিনয়ে জিজ্ঞাসা করি, আপনারা সরকারী

প্রাইমারি স্কুলে পড়েন নাই, এমপি ও ভূক্ত কলেজে পড়েন নাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, এসব প্রতিিষ্ঠানের বেতন কে দেয় একটু বলবেন কি?

কার ট্যাক্স এর টাকায় এসব প্রতিিষ্ঠান চলে?
নিচের আইনজীবী সাহেবের ফিসের লিস্ট পড়েন---

 


শুধু ডাক্তার রাই জনগনের ট্যাক্স এর টাকায় পড়ালেখা করে, ডাক্তারদের ফিস ৫০০- ১০০০ টাকা এটা নিয়ন্ত্রন করতে হবে, এদের ফিস কে নিয়ন্ত্রন করবে, একবার কি ভেবে দেখেছেন মেডিকেল কলেজের শিক্ষকদের শুধু মাত্র একবার বেতন দেয়। অথচ ছাত্র দের পড়ানোর বাইরে উনারা রোগীও দেখেন, অপারেশনও করেন । তারপর ও যতদোষ চিকিৎসকদের। অথচ সমাজের একজন ব্যক্তিও বলতে পারবেন না চিকিৎসক ছাড়া চলতে পারবেন।

___________________________________

 


লেখক ডা. ফয়সল ইকবাল চৌধুরী
প্রখ্যাত চিকিৎসক নেতা। সুবক্তা।
Former Emo(ex), Banghabandhu Sheikh Mujib Medical University
Former Doctor , Chittagong Medical College
Studied at Chittagong Medical College

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়