Ameen Qudir

Published:
2017-02-28 20:13:37 BdST

হেলথ ক্যাডারের চিকিৎসকদের রাষ্ট্র প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে


 

 

ডা. বাহারুল আলম
_________________________

হেলথ ক্যাডারের চিকিৎসকদের রাষ্ট্র প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, জনপ্রশাসন আমলাদের খুশি করতে গিয়ে, যা রোগীদের মারাত্মক ঝুঁকির মুখোমুখি করেছে ।

বাংলাদেশ রাষ্ট্র সাংবিধানিকভাবে তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় দায়বদ্ধ। অথচ নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে আমলারা। যাদের দ্বারা এ দায় পূরণ সম্ভব নয়। কেবল চিকিৎসকরাই পারে নাগরিকদের চিকিৎসার চাহিদা পূরণ করে রাষ্ট্রকে দায়মুক্ত করতে ।৪৫ বছর ধরে রাষ্ট্র যে ডালে বসে আছে , প্রতিনিয়ত নিজেই সে ডালের গোড়া কেটে চলছে। ফলে রোগী- চিকিৎসক মারাত্মক ঝুঁকিতে আছে।

এ বিষয়কে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য-ব্যবস্থাপনার ১ম শ্রেণীর চিকিৎসক শ্রমিকদের (বিসিএস হেলথ ক্যাডার)সভা ২০ ফেব্রুয়ারি/১৭ বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের নেতৃবৃন্দ সভায় তৃণমূলে রোগী ও তাদের বিদ্যমান সংকটের বিশদ বর্ণনা উপস্থাপন করে।

চিকিৎসক শ্রমিকরা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে যে সকল সমস্যা ও সংকটের মুখোমুখি , রাষ্ট্র তা সমাধান করছে না । ফলে সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে রোগী ,ঝুঁকি বাড়ছে চিকিৎসকদের, লাঞ্ছিতও হচ্ছে প্রতিনিয়ত।তার উপর যুক্ত হয়েছে ভিন্ন আর এক শ্রমিকগোষ্ঠী জনপ্রশাসনের খবরদারী ।এ সবকিছুর বিষয়ে চিকিৎসকদের সংঘবদ্ধ হয়ে প্রতিবাদের প্রস্তুতি নিতে বলেছে নেতৃবৃন্দ।

রোগীদের চিকিৎসা প্রদানের অনুপযুক্ত ব্যবস্থাপনার কর্তৃপক্ষ রাষ্ট্র ও তার সরকার, চিকিৎসকদেরও কর্তৃপক্ষ রাষ্ট্র ও সরকার। বিপরীতে, রাষ্ট্র ও সরকারের পক্ষে দায়িত্ব পালন করে জনপ্রশাসনের আমলারা । নিয়ন্ত্রণ করে আমলারা , কাজ করে চিকিৎসকরা। সমন্বয়ের অভাবে স্বাস্থ্য ব্যবস্থা জটিল চক্রে আবর্তিত হচ্ছে প্রতিনিয়ত , যা মোটেও চিকিৎসার উপযোগী নয়। বঞ্চিত হচ্ছে রোগীরা –সংকটে পড়ছে চিকিৎসকরা।

বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন স্বাস্থ্য ব্যবস্থাপনার অভ্যন্তরে চিকিৎসকদের যে নাজুক অবস্থা, তা অবসানকল্পে শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন। এসোসিয়েশন বিএমএ-কেও তাদের কার্যক্রমে ব্যাপক সহযোগিতা করতে পারে।

_________________________________

ডা. বাহারুল আলম । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক ও পেশাজীবী নেতা। সুলেখক। সুবক্তা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়