ডা সুমাইয়া খাতুন শিরিন

Published:
2021-08-16 16:30:48 BdST

ফেসবুকে ক্যান্সার গ্রুপ: ব্লাড ক্যান্সার নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন ৬ জন, যারা কেউই ডাক্তার না, সব মওতের ফেরেশতা


 

ডা সুমাইয়া খাতুন শিরিন


_________________


ফেসবুকে ক্যান্সার চিকিৎসা নিয়ে ব্যাঙের ছাতার মত নানা গ্রুপের ছড়াছড়ি। কি হাল, এসব চিকিৎসা গ্রুপের!

মউতের ফেরেশতা কিটো ডায়েট চিকিৎসকদের মত এসব গ্রুপেও হাজারো মওতের ফেরেশতার উপস্থিতি ব্যাপক। একটি গ্রুপে
ব্লাড ক্যান্সার নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন ছয়জন, যারা কেউই ডাক্তার না। অথচ তারা দিব্যি ভয়ংকর সব প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে। যা অনুসরণ করলে রোগীদের অবস্থা নিশ্চিত শোচনীয় হবে, পরে প্রকৃত চিকিৎসকদের কিছুই করার থাকবে না।

অতি উদ্বেগজনক বিষয় হল, এসব পরামর্শ মেনে চিকিৎসা নেওয়ার   রোগীদের অভাব নেই। পীরের মত তাদের অনুসরণ করে মুরগী -মুরীদ রোগীরা। 
তারা যখন প্রকৃত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসে চিকিৎসা চান, তখন বারোটা বাজানো সারা।

বাংলাদেশের
রক্ত রোগ বিশেষজ্ঞ
ডা. গুলজার হোসেন উজ্জ্বল
এক লেখায় জানান,
ক্যান্সার চিকিৎসা নিয়ে একাধিক গ্রুপ আছে৷ গ্রুপের মূল উদ্যোক্তা কয়েকজন ক্যান্সার বিশেষজ্ঞ। এই গ্রুপ গুলিতে সচরাচর রোগীরা বিভিন্ন ক্যান্সার সমস্যা নিয়ে প্রশ্ন করে। ব্লাড ক্যান্সার সংক্রান্ত সমস্যায় দেখি কেউনা কেউ আমার নাম ট্যাগ করে দেয়৷ তাই নোটিফিকেশন আসে, গ্রুপে চোখ পড়ে যায়।

আজ একজন পোস্ট করেছে দেখলাম রক্তের একটি ক্যান্সার নিয়ে। উত্তর দিয়েছেন যে ছয়জন তারা কেউই ডাক্তার না। কিন্তু সাংঘাতিক আত্মবিশ্বাসী আর বিজ্ঞভাবাপন্ন সব উত্তর। সবগুলো উত্তরেই একাধিক লাইক৷ উত্তর যত অবান্তর লাইক তত বেশি।

যেমন একজন রক্তের রিপোর্ট দেখিয়ে বললেন আমার বাবার অমুক ক্যান্সার হয়েছে৷ রক্ত রিপোর্ট টা কি বেশি খারাপ? কোন অবস্থায় আছে?

সবচেয়ে কনফিডেন্ট এবং বেশি লাইকওয়ালা উত্তরটি যিনি দিয়েছেন তিনি বলেছেন "এটা দেখে তো খারাপই মনে হচ্ছে, তবে বায়োপসি পরীক্ষা করা লাগবে।"

প্রোফাইল ঘেঁটে দেখলাম তিনি কুমিল্লা লাকসামের একটি গ্রামে থাকেন। পেশায় রেডিমেইড কাপড়ের ব্যাবসায়ী।

আরেকজন বললেন সোজা ইন্ডিয়া নিয়ে যান। টাটা মেমোরিয়াল, মুম্বাই।

ঢাকা মেডিকেল কলেজের একজন কিংবদন্তী অধ্যাপক বললেন এই চিকিৎসাটি দেশেই সম্ভব৷ তেমন কঠিন কিছু নয়।

উনার মন্তব্যের নিচে একজন উত্তর লিখলেন এই রোগের কি কি ধাপ, কি কি ধরণ আছে আপনি জানেন? আপনি এই রোগ সম্পর্কে কিছু জানেন?

প্রোফাইল ঘেঁটে দেখলাম সে সিরাজগঞ্জের উল্লাপাড়ার একজন উঠতি তরুন। এলাকায় ভাল অবস্থান আছে। পেশা বুঝতে পারলাম না৷ ওয়ার্ক্স এট ফেসবুক। তবে বুঝলাম আয়রোজগার খারাপ না। স্কুল কলেজের বর্ণনা যা দেখলাম মনে হলো এইচ এস সির পর আর পড়ালেখা আগায়নি।

বাংলাদেশে ফেসবুকে এখন এগুলোই চলছে৷

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়