SAHA ANTAR

Published:
2021-06-15 15:39:50 BdST

'সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগন' রসময়, মনো- দর্শন সংক্রান্ত আশ্চর্য এক বই


 


অন্তর সাহা
____________________
'সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগন' অন্যরকম মূল্যবান রসময় মনো- দর্শন সংক্রান্ত আশ্চর্য এক বই।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা এলগিন দিদির তাগিদে বইটি পড়া। ভেবেছিলাম, কি
আর এমন বই হবে।
কিন্তু পড়ে অবাক হতে হল।
বাংলাদেশ বা ঢাকা  থেকে ভাল বই এখনো যে ২/১টা বেরয়,সরস লেখক এখনো যে ২/১ জন  বাংলা দেশে আছে, এ বই সেটির উজ্জ্বল প্রমাণ বহন করে। ড. সনজীদা খাতুন,  ড. আনিসুজ্জমান, ড. সরদার ফজলুল করীম মহাশয় বই পড়ে যেমন মুুুুগ্ধ হয়েছি, এ বই পড়ে ও তাই।
লেখক বিরঞ্জন রায়।
এলগিন দিদির কাছে জেনেছি, এটা তাঁর লেখক নাম। পেন নেম।
বাস্তবে তিনি মস্তিষ্কের মস্ত ডাক্তার। সাইকিয়াট্রিস্ট। আসল নাম অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিরঞ্জন রায় বাবুকে বলব, অসাধারণ লিখেছেন দাদা।
এপার বাংলা মানে আমাদের কলকাতায় ডাক্তাররা প্রচুর লেখেন। ওপার বাংলায় কেমন চল, ডাক্তাররা লেখেন কিনা, জানা যায় না।
তবে বিরঞ্জন বাবুর লেখা পড়ে ধারণা বদলে গেল।

সত্যি বলতে কি, ডাক্তাররা বিজ্ঞানের উপাসক। সরাসরি বিজ্ঞান নামের একালের প্রকৃত মহা ইশ্বরের উপাসনা করেন।
তারা যত লিখবেন, তাতে কাটবে মোল্লা পুরোহিতদের কূপমন্ডুকতা, কাটবে ধর্মান্ধদের মুর্খতার অমানিশা।


অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান,

বিড়ম্বিত বইমেলার বিলম্বিত ফসল।
ফ্রয়েড, ইয়ুং, এডলার, ফ্রম, লাকাঁ, গিরীন্দ্রশেখর: ছয় জন প্রমুখ মনঃসমীক্ষকের তত্ত্বের মূল্যায়ন সহ বর্ণনা।
মন বিষয়ে আগ্রহীজনের উদ্দেশ্যে নিবেদিত।
প্রাপ্তিস্থানঃ সংহতি, কনকর্ড মার্কেট, কাঁটাবন, ঢাকা।
rokomari.com এ-ও বইটি পাওয়া যাবে।


অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলা দেশের  একজন খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ ও বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল এর পরিচালক।

# লেখা র তথ্য সহযোগিতা প্রফেসর ডা সুলতানা এলগিন ও ডাক্তার প্রতিদিন কর্মী বৃন্দ। কৃতজ্ঞতা জানাই।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়