ডেস্ক

Published:
2021-06-11 16:04:32 BdST

শুক্রবার সবিশেষ হার্ট এটাক আসে যে লক্ষণ নিয়ে, চেনা চাই



অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
____________________________
হার্ট এটাক আসে যে লক্ষণ নিয়ে চেনা চাই

নাটক বা চলচ্চিত্রে হার্ট এটাক যেভাবে দেখানো হয় সে রকম ভাবে যে আক্রমন হবে তা নয় বাস্তবে হতে পারে ভিন্ন রকম আর অনেক সময় তা বোঝার বাইরে রয়ে যায় ।

কি হয় সে সময়
হার্ট এটাকে র সময় হার্টে রক্ত চলাচল খুব কমে যায় বা বন্ধ হয়ে যায় , যে ধমনী সেই রক্ত সরবরাহ করে হার্টে এতে ক্ল ট বা রক্তের জমাট পিণ্ড আটকে গেলে রক্ত প্রবাহ যায় বন্ধ হয়ে। হার্টের পেশি যখন অক্সিজেন ভরপুর রক্ত না পায় তখন তা কাজ করতে পারেনা।

সচরাচর হয় যে যে উপসর্গ
হতে পারে বুক ব্যাথা
বুকের মাঝখানে ভরা ভরা ভাব নয়ত আঁকড়ে ধরেছে এমন ব্যাথা , অনেকে বলেন বুকের উপর যেন হাতি চেপে বসেছে , থাকে ১৫ মিনিট ।
অনেক সময় ঘাড়ে , চোয়ালে , স্কন্ধ, বাহু, পিঠে এমনকি দাঁতে তীব্র ছুরিকাঘাতের মত ব্যাথা
অনেকে বুক ব্যাথা বাড়ছে ক্রমে
উপর পেটে চলমান ব্যাথা
শ্বাস কষ্ট
প্রচুর ঘাম
চেতনা লোপ
অনেক সময় ডায়াবেটিক রোগীর হার্ট এটাক হতে পারে বেদনা হীন ।

অন্যান্য উপসর্গ
পেট ব্যাথা
বুক জ্বলা
অস্বাভাবিক ক্লান্তি
বমি ভাব
ঘাড় , গলা, পিঠে আট সাট ভাব।

সবার জন্য হার্ট এটা কের লক্ষণ এক রকম না হতে পারে
অনেক সময় বদ হজম বা গ্যাস বলে বাদ দেই বার বার হলে একে চেক করা ভাল।

হার্ট এটাক হলে
দ্রুত যেতে হবে হাস পাতাল কার্ডিয়াক ইমারজেন্সি
এস্পিরিন। আক্রমন মনে হলে এক বড়ি এস্পিরিন গুঁড়িয়ে জলে দিয়ে গিলে ফেলতে হবে।
ইমারজেন্সি নাম্বার রাখবেন হাসপাতাল আর এম্বুলেন্সের

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়