Dr. Minaxi Shobnom

Published:
2021-05-11 23:32:35 BdST

ঈশ্বরের দোহাই , মেডিকেল কলেজ করুন, কিন্তু শিক্ষক নিয়োগও দিন


 


ডা. মীনাক্ষী শবনম
_____________________


ভগবানের দোহাই লাগে,
একটু দম নিন।

৬৪ জেলায়,৬৪ মেডিকেল চাই; সরকারী এজেন্ডায় বিরোধীতা নাই।
না বিরোধী দল,না চিকিৎসকদের ভিন্নমতের দল; কেউ একবার ও বলল না,
ভগবানের দোহাই লাগে,
একটু দম নিন।

সিলেট বিভাগের হবিগন্জ শেখ হাসিনা মেডিকেল,
এখনো বিভিন্ন বিভাগীয় প্রধানের পদ শূন্য পড়ে আছে।
কারও চিন্তা-পরিকল্পনা নাই।

সিলেট ওসমানী মেডিকেল,
বেসিক বিষয়ের অগুণিত শূন্য পদের ভীড়ে,
কখন আপনি হারিয়ে গিয়ে খাবি খাবেন,
তা খোদ ওসমানীর কর্তা ব্যক্তির ও অবোধ্য।

সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে,হচ্ছে,আগাচ্ছে।
আজ পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস হয়নি,
হয়নি বিভিন্ন অনুষদে শিক্ষক নিয়োগ।
হবেই বা কেমনে ?
বিএসএমএমইউ তে শুনলাম ৫৫ বছরে ও ৫৫টা বিভাগ খুলতে পারেন নাই।
কিছুদিন আগে ফরেনসিক খুলবে শুনে ভাবলাম,
মেডিকেল শিক্ষা ব্যবস্থায় শূদ্ররা স্থান পেল বটে।

রাঙ্গামাটি-কক্সবাজার আর গেলাম না,
এখানে পিকনিক করতে যাওয়া চলে;কিন্তু
অসুস্থ হলে চট্রগ্রামেই আসা লাগে।
শিক্ষক রা কোন মতে আছেন,থাকতে হবে তো;
বিরোধী মতের সরকারী ডাক্তারদের শাস্তির জন্য এমন
ভালো জায়গা আর হয় না।

ঠিক উল্টো অবস্থা বেসরকারী সেক্টরে।
সকল বিভাগের,
মেধাবী পোস্ট-গ্রেড ডক্টর পড়ে আছেন।
হেক্টরে হেক্টর এই প্রোডাকশন এর প্রমোশন দেয়ার শক্তি-সামর্থ্য বেসরকারী মেডিকেলের নাই;
তাই তারা নিয়োগ ও দেন না ঠিকঠাক।
যোগ্য বেকারের নিঃশ্বাস,জমা হয়; বাড়ে নাভিঃশ্বাস।
দলে দলে তাই,বিদেশমুখী সুবোধেরা।

সহজেই,খুব সহজেই,সমাধান করা যেত।
NHS এর মতো স্বাস্থ্য-ব্যবস্থা গড়ে তোলা যেত।
প্রতিটি চিকিৎসককে সুনিশ্চিত চাকরীর আওতায় আনা যেত।

স্বাধীনতার পঞ্চাশ বছরে ও,
কেউ বুঝল না।

ভগবানের দোহাই লাগে,
মেডিকেল শিক্ষা-ব্যবস্থাকে বাঁচতে দিন।
এবার,একটু দম নিন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়