SAHA ANTOR

Published:
2020-08-24 01:50:58 BdST

মেডিকেল শিক্ষার্থীদের পড়াবার সময় যে ৭ ভুল করা ঠিক নয়


 


___________________________

মেডিকেল শিক্ষার্থীদের পড়াবার সময় যে ৭ ভুল করা ঠিক নয় : চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাংলাদেশের পথিকৃৎ চিকিৎসাবিজ্ঞান শিক্ষক , চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী ।


বুঝেছ ?
বেশির ভাগ ছাত্র বিব্রত বলে ঃহা
তাই টিচিং সেশন শেষ করার ভালও উপায় হল ছাত্র/ছাত্রি কি বুঝল তা তারা বলে বা করে দেখানো ।

কোনও ফিড ব্যাক না দেওয়া
ভালও হল কি না , আর কি উন্নতি চাই , পরের সেসনে আর কি অন্তর্ভুক্ত করলে ভাল হবে তা জানানো ভাল ।
৩ব্যক্তিত্বকে সমালোচনা করা , আচরণ কে নয়
অথচ ছাত্র আচরণ বদলাতে পারে ব্যক্তি ত্ব নয় ।
তাই তাকে কি বদলাতে হবে এ ব্যাপারে অভিমত দিন
যেমন তুমি খুব লাজুক এরকম ফি ড ব্যাক ভাল না
বলুন
পড়ার পর প্রশ্ন করবে (আচরন)

অব জেক টি ভ ছাড়া পড়ান
প্রত্যেক টিচিং সেশনের আগে তাদের বলা উচিত তারা কি আজ শিখবে
৫।

পড়াবার সময় কেবল নিজেই বলে গেলেন , ছাত্ররা কেবল শুনেই গেল ।
ছাত্ররা একটিভ লারনিং পছন্দ করে
একই পাঠ দানের সময় পড়াতে যেমন পারেন তেম নি টেস্ট ও করতে পারেন
তিন মিনিট সুত্র মানতে পারেন ঃছাত্রদের কিছু করতে না বলে তিন মিনিটের বেশি বলবেন না ।
৬।

পড়াবার সময় খুঁজে পান না , এত ব্যস্ত এমন হাব ভাব ।
অনেক ছাত্র অভি যোগ করে সারের পড়াবার সময় নাই
আবার অনেক শিক্ষকের প্রশংসা করে সার কাজ করবার সময় স সময় শিক্ষা দেন
দেখবে ছাত্রদের সঙ্গে যখন সময় কাটাবে তখন সব সময় শিক্ষণীয় কিছু যেন থাকে
৭।

শিক্ষা দানে বিরক্ত , আগ্রহের অভাব
ছাত্ররা তা বুঝতে পারে
বিরক্তি যেমন বোধগম্য উৎসাহ তেমনি ছাত্রদের বোধগম্য।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়