ডাক্তার প্রতিদিন
Published:2020-04-22 16:33:01 BdST
ফি নিয়ে চিকিৎসার অধিকার এবং গাইনির প্রফেসর ম্যাডামের বিরুদ্ধে অপপ্রচার
লেখকের ছবি
ডাঃ জোবায়ের আহমেদ
______________________
গাইনির যে প্রফেসর ম্যাডামের কথা বলছি , তিনি সিলেটের চিকিৎসা জগতে উজ্জ্বল নাম। স্ত্রী ও গাইনি বিশেষজ্ঞ।
একজন অমায়িক মানুষ হিসেবে সবাই উনাকে চিনেন।
ম্যাডাম আমার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় ভাইবা বোর্ডে এক্সটার্নাল এক্সামিনার হিসেবে ছিলেন।
ডাক্তার হবার পর বিভিন্ন ক্লিনিকে ম্যাডামের সাথে কাজ করার সুযোগ হয়েছে।
আজ একটা নিউজ চোখে পড়লো।
সিলেট এর একটা অনলাইন
নিউজ করলো।
"সিলেটে করোনাকালে ফোনে পরামর্শ দিয়েই ৮০০ টাকা ফি নিচ্ছেন ডাক্তার ...।"
এক ভদ্রলোক উনার স্ত্রীর ব্যাপারে ম্যাডামকে দেখাতে চেয়েছেন।
ম্যাডাম বলেছেন উনার সহকারী কে ফোন দিয়ে যথাযথ প্রক্রিয়ায় উনাকে কল দিতে।
সহকারীকে ফোন দেবার পর সহকারী বলেছেন ৮২০ টাকা বিকাশ করলেই ম্যাডামের সাথে চিকিৎসা বিষয়ক আলাপ করা যাবে।
ভদ্রলোক চিকিৎসা বা পরামর্শ নেননি।
উনার কাছে এটা অমানবিক মনে হয়েছে।
উনি সাংবাদিক দিয়ে নিউজ করিয়ে ফেলেছেন।
দেশের এই ক্রান্তিলগ্নে ম্যাডাম কিভাবে টাকা নিতে পারেন ফোনে চিকিৎসা দিয়ে?
ম্যাডামের বক্তব্য যা পত্রিকায় ছাপা হয়েছে তা হলো,ম্যাডাম বলছেন আমি চেম্বার করিনা।
ফোনে ও ভিডিও কলে রুগীর সাথে কথা বলে দেখে অনেক সময় দিয়ে তারপর চিকিৎসা পরামর্শ দেই।
এবং এটা আমার কাছে ঠিক ই আছে।
এবার বাঙ্গালী জনতার পালা।
তারা অনলাইনে গালিগালাজ করে তোলপাড়।
যত ধরণের গালি দেওয়া যায় তারা মনের সুখে দিচ্ছেন।
এবং ডাক্তারদের গালি দিতে পারলে এই জাতির কিউট সন্তানেরা এক বিমলানন্দ অনুভব করেন।
অর্গাজমিক সুখ অনুভব করেন।
কিছু উন্নত দেশের বাস্তবতা জানুন আগেঃ
**************************************
টেলি মেডিসিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিদেশে।
২০১৫ সালে গ্লোবাল টেলি মেডিসিন মার্কেট ভ্যালু ছিলো ১৮ বিলিয়ন ডলার যা ২০২৫ সাল নাগাদ ১১৩.১ বিলিয়ন ডলারে দাঁড়াবে।
শুধু আমেরিকায় ২০১৫ তে টেলি মেডিসিন মার্কেট ভ্যালু ছিলো ৭.২ বিলিয়ন ডলার যা ২০২৫ নাগাদ হবে ৩৫ বিলিয়ন ডলার।
টেলি মেডিসিন সেবা নিতে সেসব দেশে গড়ে ৭৯ ডলার লাগে যা চেম্বারে নিতে ১৪৬ ডলার এবং ইমারজেন্সি রুমে নিতে ১৭৩৪ ডলার লাগে।
রেফারেন্স RAND corp.Study
আপনারা এই ডলার গুলোকে টাকায় রুপান্তর করে দেখেন শুধু টেলি মেডিসিন নিতে উন্নত দেশে গড়ে ৭৯ ডলার বা ৬৭১৫ টাকা ভিজিট দেওয়া লাগে যেখানে গাইনির প্রফেসর ম্যাডাম ৮২০ টাকা নিচ্ছেন।
টেলি মেডিসিন এ ফোনে কথা বলে, টেক্সট ম্যাসেজ দিয়ে,ভিডিও কলে কথা বলে চিকিৎসা দেওয়া হয়।
সুবিধা দুই পক্ষের।
রুগীদের সুবিধা বাসায় থেকেই সেবা নিতে পারছেন।
চেম্বারে এসে বিরক্তিকর অপেক্ষা করা লাগছেনা।
চেম্বারে আসলে অন্য রুগীদের সংক্রামক রোগ থাকলে ছড়ানোর ঝুঁকি থাকে তা থেকে মুক্ত।
হ্যান্ডিক্যাপ হলে বাসায় থেকেই চিকিৎসা পাওয়া যায়।
সময় বেঁচে যায়।
ডাক্তার এর সাথে অনেক সময় নিয়ে বিস্তারিত আলাপ করা যায়।
ডাক্তারের সুবিধা আলাদা চেম্বার নিতে হয়না।
বাড়তি স্টাফ লাগে না।
দুই পক্ষের জন্য সাশ্রয়ী হওয়াতে বিদেশে টেলি মেডিসিন জনপ্রিয় হয়ে উঠছে।
কিছু প্রশ্ন?
***********
করোনার ক্রান্তিকালীন সময়ে আমরা।
সবাইকে সবার প্রতি মানবিক হতে হবে।
তো যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবার জন্য ভাড়া বাসা থেকে উচ্ছেদ হলেন।
কেন হলেন?
উনারা তো ফ্রি থাকতে চায়নি।
যারা বরিশাল মেডিকেলের গেইটে তালা ঝুলালেন তারা
কারা?
এই করোনায় চিকিৎসকরা আপনাদের সুরক্ষার কথা ভেবেই চেম্বার বন্ধ রাখছেন।
তো তাদের প্রতি আপনি কি মানবিকতা দেখিয়েছেন।
চিকিৎসক বলে কি ফ্রি তে চাউল ডাল লবন তরকারি,মাছ,মাংস দিচ্ছে গ্রোসারী শপ গুলো?
আপনারা যারা বাড়ি ওয়ালা তারা কি ডাক্তারদের বাড়ি ভাড়া মওফুক করে দিয়েছেন??
ডাক্তারদের খেতে হয়না?
ফ্যামিলি নাই?
তাদের টাকা লাগেনা??
আপনি কেন একজন বেসরকারি চিকিৎসক এর কাছে ফ্রি সেবা পাবেন??
কেন পাবেন একটা কারণ দেখান।।??
ডাক্তার আপনার ফোন ধরলে,আপনি কথা বলবেন
,চিকিৎসা নিবেন কিন্ত ফি চাইলে কসাই বলে গালি দিবেন, পত্রিকায় নিউজ করিয়ে উনাকে গালি খাওয়াবেন তারপর আপনি মহান ও মানবতাবাদী থাকবেন তাইনা??
আমরা অনেক ডাক্তার আপনাদের মোবাইলে, টেক্সট দিয়ে,ম্যাসেঞ্জারে হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছি।
কয়টা পত্রিকা আমাদের নিয়ে নিউজ করলো?
যদিও আমরা তা চাইনা।
আমাদের কাছে আপনার কৃতজ্ঞতা ও আন্তরিক ভালবাসা ও দোয়া পাওয়াই মুখ্য।
একজন চিকিৎসক আপনাকে ফ্রি চিকিৎসা দিতে বাধ্য নন।
কেউ যদি দেয় এটা তার মহানুভবতা।
কেউ যদি না দেয় এটা দোষ নয়।
ফি নিয়ে চিকিৎসা দেওয়া চিকিৎসক এর অধিকার।
কেউ সেই অধিকার ক্ষুন্ন করতে পারেন না।
____________ ইষৎ সম্পাদিত ।
AD...
আপনার মতামত দিন: