ডাক্তার প্রতিদিন
Published:2020-04-22 15:59:42 BdST
অনলাইন প্রাইভেট চেম্বারে ভিডিওতে রোগী দেখছেন যে সব ডাক্তার : নেপথ্যের কাহিনি
ডা. জাহাঙ্গীর আলম
____________
করোনা কাল বদলে দিচ্ছে দুনিয়া। বদলে যাবে আগামী বিশ্বও। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে ডাক্তারদের প্রাইভেট চেম্বার ধারণাও বদলাবে। বদলাতে শুরু করেছে এখনই। অনলাইন প্রাইভেট শুরু করেছেন বাংলাদেশের বিরাট সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার। অনলাইনে ভিডিও কনফারেন্সে / মেসেঞ্জারে/ ইমো / ভাইবার / হোয়াট এপসএ চলছে নবতর চিকিৎসা।
মেডিসিন, মনোরোগ , সাইকোথেরাপি চলছে সাফল্যের সঙ্গে।
ডাক্তাররা রোগী দেখার জন্য নিজেরা বিশেষ উদ্যোগে স্টুডিও চেম্বার স্থাপন করেছেন অনেকে। রোগী সেখানে ভিডিওতে নিজের বাসা থেকেই সরাসরি ডাক্তারের সেবা পাচ্ছেন। এই ব্যবস্থায় রোগীকে চেম্বারে যেতে হচ্ছে না। সে যাতায়াত খরচ বাঁচবে আগামীতেও। দেশ বিদেশ যে কোন জায়গা থেকেই রোগী যুক্ত হতে পারছেন। ডাক্তাররাও সময় দিচ্ছেন বেশী। রোগী ও রোগীর পরিবারের স্বজনদের সঙ্গেও যোগ হচ্ছেন।
একজন প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার বলেন, কিছুদিন আগে ডাক্তাররা কেন প্রাইভেট চেম্বার করছেন না , দেশ জুড়ে ব্যাপক নিন্দা , রাজনীতিবিদদের হুমকি, রোগীদের আহাজারি , সাধারণ মানুষের ডাক্তাবিরোধী জেহাদ ও কুৎসার ঝড় যখন দেখা দিল তখনই সকলে র মন যোগাতে স্টুডিও চেম্বার স্থাপন করি। আমার নিজ বাড়িতে বিভিন্ন ফ্লাটে থাকা কাজিনরা স্টুডিও তৈরী করে দেয়। তারপর রোগীদের সেবা দিতে ভিডিও কনসালটেশন শুরু করি। রোগীরা সবাই সন্তুষ্ট।
প্রথম দিকে ফ্রি চিকিৎসা দিতাম। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। বিচিত্র সব কল আসত। মধ্যপ্রাচ্য , আমেরিকাসহ সারাদেশের এমন কিছু অদ্ভুত কল পেলাম যে বলার মত নয়। বেশীর ভাগ কলার ব্যাক্তিগত আলাপ , যৌন জীবন , ডাক্তারবিরোধী বক্তৃতা দিতে শুরু করে। কেউ কেউ কেন প্রাইভেট চেম্বার করছি না বলে গালাগাল দিত । তারা বলে, চেম্বারে টাকা দিয়ে তারা দেখাবেন , কেন ডাক্তার প্রাইভেট চেম্বার করবে না।
তখন বেশ মুষড়ে পড়ি। কয়েকদিন পরে প্রকৌশলী এক আত্মীয়ের পরামর্শে প্রাইভেট চেম্বারেরমত ফি নিয়ে কনসালটেশন শুরু করি।
এই ব্যবস্থা বেশ কার্যকর হয়। এখন শুধু প্রকৃত রোগীদের দেখছি। কোনরকম বিব্রত কর অভিজ্ঞতা হচ্ছে না । রোগীরা সাগ্রহে আগাম ফি পে করে শিডিউল নিচ্ছেন একদিন আগে। সেই অনুযায়ী ভিডিও কনসালটেশনে যুক্ত হয়ে রোগী সেবা চলছে। চেম্বার প্রাকটিসের চেয়েও এই ব্যবস্থা কার্যকর মনে হচ্ছে রোগীদের কাছে ।
AD..
টেলিমেডিসিনও চলছে----
করোনাকালে বিশ্বজুড়ে ডাক্তারের নিয়মিত পরামর্শ নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের পরিস্থিতিতে টেলিমেডিসিন অ্যাপ্লিকেশন হয়ে উঠতে পারে খুবই কার্যকরি একটি সমাধান।
বৈশ্বিক মহামারি চলাকালে নিজের বাসা থেকে বের হওয়াই যখন অসম্ভব, তখন বিদেশে গিয়ে ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রশ্নই আসে না। এমন অবস্থায়, SeekMed-এর মতো একটি টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে নিতে পারেন ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।
আপনি কীভাবে নেবেন বিশেষজ্ঞ ভারতীয় ডাক্তারের পরামর্শ?
ঠিক এই ক্ষেত্রেই সমাধান দিতে পারে SeekMed। ইন্টারনেটের এই যুগে, আপনি বাড়ির বাইরে পা না রেখেই নিতে পারেন কাঙ্ক্ষিত ডাক্তারের পরামর্শ। সুতরাং, SeekMed অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভারতে না গিয়েই নিন প্রখ্যাত ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ। SeekMed-এর অফিশিয়াল পেমেন্ট পার্টনার বিকাশের মাধ্যমে ঘরে বসেই পেমেন্ট করুন। এবং ভিডিও কলের মাধ্যমে গ্রহণ করুন প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ।
আপনার মতামত দিন: