ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-19 19:12:04 BdST

করোনা কি হতে পারে দুবার?



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

--------------------------------

করোনা কি হতে পারে দুবার?
ন্যাশনেল ইন্সটিটুট অব এলারজি এন্ড ইনফেকশাস ডিজিজেস ডি রেকটার আর করোনা ভাইরাস টাস্ক ফোরস এড ভাইসার ডা এন্থনি ফসি ৮ এপ্রিল বলেছিলেন একবার করোনা ভাইরাস সংক্রমণ সেরে উঠলে একজনের শক্তিশালি ইম্মুনি টি হয়ে থাকতে পারে মাস কয়েক । গবেষক আর জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানেন না SARS CoV2এর প্রতি কিভাবে মানব ইম্মুন ব্যবস্থা সাড়া দেয় তা স্পষ্ট নয় ।সেরে উঠার পর এদের দীর্ঘ মেয়াদী ইম্মুনি টি হয় কিনা তাও জানা নাই । সেরে উঠা কিছু রোগীদের করোনা পজিটিভ পাওয়ার পর ইম্মুনি টি যে শিথিল এ নিয়ে কথা বার্তা হচ্ছে ।
শরীরের ইম্মুন ব্যবস্থা বিদেশি প্যাথজেন কে লড়াই করে যেমন ভাইরাস । বিশেষ কোষ বিটা লিম্ফসাই ট বা বি সেল শনাক্ত করে প্রোটিন এন্টিজেন তৈরি হয় এন্টিবডি আর এটি যুক্ত হয় এন্টিজেনের সাথে । এরা বন্ধনাবদ্ধ হলে অন্যান্য কোষ আসক্ত হয় এই লক্ষ্যবস্তুর প্রতি আর ধ্বস হতে থাকে নতুন আগন্তুক ।
কো ভি ড ১৯ সঙ্ক্রমনের পর এন্টিবডি তৈরি হবার কথা তবে এরা ভবিষ্যৎ সঙ্ক্রমণ কত টুকু তা স্পষ্ট নয় । ইম্মুনি টি ব্যক্তি পর্যায় পেরিয়ে জনগণে বিস্তৃত হয় । যথেষ্ট সংখ্যক মানুষ এর মধ্যে যখন ইম্মুনি টি বিস্তৃত হয় তখন একে বলে HERD IMMUNITY । কোন সংক্রামক রোগের বিরুদ্ধে জন গোষ্ঠীর একটি বিশেষ শতাংশ ইম্মুনি টি অর্জন করে তখন একে বলে HERD IMMUNITY .। সুরক্ষার জন্য আর রোগকে ধীর করা এমনকি বন্ধ করতে পারে এমন ইম্মুনিটি ।
মুল কথা গবেষকদের কাছে স্পষ্ট নয় করোনা ভাইরাসের বিরুদ্ধে কিভাবে ইম্মুন প্রতিক্রিয়া ঘটে আর তা দীর্ঘ মেয়াদি কি না । ইতিমধ্যে প্রতিরোধক ব্যবস্থা সামাজিক বিচ্ছিন্ন তা আর ঘর বন্দি চলু
আমরা অপেক্ষা করি টিকা আর উপযুক্ত ওষুধের জন্য ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়