ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-18 17:18:55 BdST

সংক্রামক রোগ আইন মেনে চলি এবং জেনে নিই কোথায় করোনা ভাইরাসের পরীক্ষা কেন্দ্র


 
ডা. অসিত মজুমদার

_____________________


#সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন কঠোরভাবে মেনে চলার অনুরোধ

আমি জানি আপনারা সকলেই করোনা ভাইরাসের মহামারী সম্পর্কে অবগত এবং সবাই নিয়ম কানুন মেনে চলছেন। তারপরও বিভিন্ন পত্রপত্রিকায় খবর ছবি দেখে হতাশ হই। ঢাকার বাইরে মানুষের এতো জনসমাবেশ দেখে মনে হচ্ছে এরা আনন্দে মহোৎসব করছে এত কি বাজার? অনেকের এমন ভাব যে করোনাকে পাত্তাই দিচ্ছে না। কেউ মনে হয় কিছুই বুঝে না। প্রকৃতপক্ষে এই রোগে বাঁচতে হলে সম্মিলিত সচেতনতার প্রয়োজন। আসুন সরকারের নির্দেশনা মোতাবেক নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।

অনেকে বিভিন্ন তথ্য জানতে চান। যারা জানেনা তাদের জন্য এই পোস্ট।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় হতে ১৬ এপ্রিল ২০২০ তারিখে বিশ্বব্যাপী করোনা মহামারী নিয়ে এক ঘোষনা দিয়েছে। উক্ত ঘোষনায় সবাইকে সন্ধ্যা ৬টা হতে ভোর ৬টা পর্যন্ত ঘর হতে বের না হবার নির্দেশ প্রদান করা হয়েছে। ঘোষনায় বলা হয়েছে বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড১৯) মহামারী আকারে বিস্তার লাভ করায় লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে এবং লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে এবং সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষনা করা হয়েছে। হাঁচি, কাশি ও পরস্পর মেলামেশার কারণে এ রোগের বিস্তার ঘটে। এখন পর্যন্ত বিশ্বে এ রোগের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি।বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এ রোগের একমাত্র প্রতিষেধক হল পরস্পর হতে পরস্পরকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা।
পাশাপাশি জনগণকে অবশ্যই ঘরে অবস্থথান করতে হবে এবং অতীব জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না। এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হল। এসব সরকারী আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুতরাং আসুন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিয়ম কানুন ঠিকমত মেনে সরকারকে সহযোগিতা করি। ঘরে থাকি। সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড হাত ধুই। খুব প্রয়োজনে বাইরে গেলেও অবশ্যই মাস্ক পরি। সামাজিক দূরত্ব মেনে চলি। নিজ দায়িত্বে নিয়ম মানি। নিজেরা সুস্থ্য থাকার সর্বোচ্চ চেষ্টা করি। সবাই ভাল থাকুন। ভাল থাকুক বাংলাদেশ।

#কোথায় কোথায় করোনা ভাইরাসের পরীক্ষা করা যায়

আমি জানি আপনারা সকলেই করোনা ভাইরাসের মহামারী সম্পর্কে অবগত এবং সবাই নিয়ম কানুন মেনে চলছেন। তারপরও বিভিন্ন পত্রপত্রিকায় খবর ছবি দেখে হতাশ হই। ঢাকার বাইরে মানুষের এতো জনসমাবেশ দেখে মনে হচ্ছে এরা আনন্দে মহোৎসব করছে এত কি বাজার? এরা করোনাকে পাত্তাই দিচ্ছে না। কেউ মনে হয় কিছুই বুঝে না। প্রকৃতপক্ষে এই রোগে বাঁচতে হলে সম্মিলিত সচেতনতার প্রয়োজন। আসুন সরকারের নির্দেশনা মোতাবেক নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।

ইতিমধ্যে আমরা অনেকেই জেনে গেছি করোনা ভাইরাসের পরীক্ষা নিরীক্ষা কোথায় হয়।অনেকে আবার জানি না। যারা জানি তারা যারা জানে না তাদেরকে জানিয়ে সহযোগিতা করুন। নীচে আমি সতেরটি প্রতিষ্ঠানের নাম দিচ্ছি যেখানে সংগৃহীত নমুনাগুলো বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে।
১) আইইডিসিআর,
২) এনপিএমএল-আইপিএইচ,
৩) বিএসএমএমইউ
৪) চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ( ঢাকা শিশু হাসপাতাল)
৫) ঢাকা মেডিক্যাল কলেজ
৬) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ, চট্টগ্রাম
৭)আইদেশী(অলাভজনক)
৮) খুলনা মেডিক্যাল কলেজ,
৯) সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ ১০)ময়মনসিংহ মেডিক্যাল কলেজ
১১) রাজশাহী মেডিক্যাল কলেজ ১২) রংপুর মেডিক্যাল কলেজ
১৩) শের-ই-মেডিক্যাল কলেজ, বরিশাল
১৪) কক্সবাজার মেডিক্যাল কলেজ
১৫) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার
১৬) আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি
১৭) আইসিডিডিআরবি

আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নোক্ত আরও এগারটি কেন্দ্রে নমুনা পরীক্ষা শুরু হবেঃ
১) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
২) স্যার সলিমুল্ল্যাহ মেডিক্যাল কলেজ
৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ
৪) মুগদা মেডিক্যাল কলেজ
৫) শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট
৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
৭) কুমিল্লা মেডিক্যাল কলেজ
৮) ফরিদপুর মেডিক্যাল কলেজ
৯) কুষ্টিয়া মেডিক্যাল কলেজ
১০) এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর
১১) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়া

এছাড়াও আরো পরীক্ষা কেন্দ্র বাড়ানোর প্রক্রিয়া চলমান আছে।
আতঙ্কিত হবেন না, মনোবল হারাবেন না, ধৈর্য্যের সাথে সতর্ক থাকুন, ঘরেই থাকুন, সুস্থ থাকুন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়