Ameen Qudir

Published:
2020-04-03 15:30:23 BdST

করোনার সাতকাহন: ৭টি জিজ্ঞাসার উত্তর


মেজর ডা.খোশরোজ সামাদ
_______________________


১।ভাইরাস কি?
ভাইরাস একটি অতি ক্ষুদ্র, অতি আণুবীক্ষণিক, অকোষীয় অণুজীব।এটি জিন সম্পর্কিত উপাদান আমিষ দ্বারা তৈরী। কেবল জীবিত কোষের ভিতরে এটি বংশ বিস্তার করতে পারে।

২।নাম কেন করোনা?
ভাইরাসটিতে তীক্ষ্ণ অগ্রভাগ সদৃশ গজাল আছে,যাকে ' স্পাইক' বলা হয়। এর কারণে ভাইরাসটিকে অনেকটা মুকুট (Crown)এর মত দেখায়।ল্যাটিন ভাষায় করোনা শব্দের অর্থ ' মুকুট'। সেখান থেকে এর নাম করোনা হয়েছে।

৩।রোগটির নাম COVID-১৯ কেন?
CO অক্ষর দুটি CORONA এর প্রথম দুটি অক্ষর,VIRUSএর দুটি আদ্যাক্ষর VI, রোগ বা Disease এর প্রথম অক্ষর D নেয়া হয়েছে। ভাইরাসটি ২০১৯ সালে ' নতুন ' দৃষ্টিগোচর হওয়ায় ১৯, সবকিছু মিলিয়ে COVID-১৯। এখানে উল্লেখ্য' Novel' শব্দের আভিধানিক অর্থ ' নতুন '। তাই অণুজীবটি যখন' নতুন' ' সন্ধান পাওয়া যায় তখন এর নাম রাখা হয়েছিল Novel Corona Virus.

৪।লক্ষণ কী কী?
নিউমোনিয়া সদৃশ। কাশি,জ্বর, গলা ব্যথা,শ্বাস কষ্ট।অনেক ক্ষেত্রেই রোগী লক্ষণবিহীনও হতে পারে।

৫।কী ভাবে ছড়ায়?
করোনা আক্রান্ত ব্যক্তি, তার ছোঁয়া দ্রব্য থেকে এটি ছড়াতে পারে।

৬।চিকিৎসা ও প্রতিরোধ?
যে কোন ভাইরাসজনিত রোগ যেমন এইডস,সার্স,মার্স,ডেংগু পুরোপুরি নিরাময়যোগ্য নয় এটাও তেমনই। এ ছাড়া ভাইরাসটি নতুন আবিস্কার হওয়ায় এর প্রতিষেধক বা অব্যর্থ চিকিৎসা জানা নেই। রোগাক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমন রুখতে ঘরে থাকা, ' সোসাল ডিসট্যান্স' মেনে চলা, নিরাপদ খাদ্য গ্রহণ, সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি মেনে চললে রোগের সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। অন্যান্য ভাইরাসের মত এটিরও নির্ধারিত আয়ুস্কাল আছে। বেশীর ভাগ ক্ষেত্রেই করোনা জীবানু চিকিৎসা না পেলেও সেই আয়ুস্কালের পর একাকী মরে যায়। বিষয়টিকে ' Self limiting ' বলা হয়।

৭।হাত ধুতে ' সাবান ' এত গুরুত্বপূর্ণ কেন?
করোনা ভাইরাসের উপর চর্বির এক আস্তরণ থাকে।সামাণ্য সাবানই সেই আস্তরণ ভেংগে দেয়ার জন্য যথেষ্ট। চর্বির আস্তরণবিহীন ভাইরাস অস্ত্রহীন হয়ে পরে।ফলে অন্যকে আক্রমণ করতে পারে না। এ ছাড়া সাবান হাতকে পিচ্ছিল করে ফলে জীবাণু হাত ধোয়ার সময় চলে যেতে পারে।

মেজর ডা.খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিষ্ট, ফার্মাকোলজি
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়