Ameen Qudir

Published:
2019-12-20 02:51:07 BdST

হেলথ ইন্স্যুরেন্স , হেলথ ট্যাক্স চালু করার কথা নীতি নির্ধারকরা ভাবেন না কেন!


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
____________________________

আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স , হেলথ ট্যাক্স চালু করার কথা নীতি নির্ধারকরা ভাবেন না । আর জি পি রেফারেল সিস্টেমও ভাবেন না , জানিনা কেন ? দেশে জন ঘোষিত স্বাস্থ্য নীতি কি আছে ? ব্যপক ভাবে তা কি প্রচারিত আর বাস্তবায়িত ? পণ্ডিতদের সভা হয়েছে ফলাফল কি ?অন্যান্য দেশের মত নতুন ডাক্তারদের যথাযথ প্রণোদনা দিলে আর কাজ করার সহ জনবল আর যন্ত্রপাতি দিলে , বিদেশে আর দেশে উচ্চ শিক্ষায় প্রাধিকার দিলে ঠিকই ডাক্তাররা গ্রামে থাকত আর সেবা দিত । সুদৃশ্য ভবনে সঠিক জনবল আর যন্ত্র পাতি , ওষুধ না দিলে কাজ হবে কি ভাবে ? সার্জন আছে এনেস থে সিস ট নাই অপারেশন কি করে হবে ? গ্রামাঞ্চলে ডাক্তার রা যে অসুবিধা গুলো র বাস্তবে মুখো মুখী হয় তা জেনে এর সমাধান করার পদক্ষেপ নেওয়া খুব কঠিন কাজ নয় । কড়া নির্দেশ আর শাস্তি কিন্তু সমস্যা সমাধান করেনা । এটি একটি বাজে ব্যবস্থাপনা । এতে মানুষ নিরুৎসাহিত হয় , নিরুদ্যম মানুষ দিয়ে ৯ টা ৫ টা অফিস হাজিরা হয় , ফলদায়ক কিছু হয়না । ডাক্তারদের যে অনেক সময় রাত দিন ২৪ ঘণ্টা রোগীর সেবা দিতে হয় তা অনেকে জেনেও আমলে নেন না । গ্রামে থাকে অনেক ডাক্তার তারা অনেকে বছরের পর বছর ওখানেই থাকে পোষ্ট গ্র্যাজুয়েট কেন্দ্র ঢাকার মুখ দেখেনা , হয়ত সে মেডিক্যাল কলেজে ছিল উজ্জবল ছাত্র আর এর চেয়ে অনেক কম মেধাবি ছাত্র তদবির আর অন্য শক্তির জোরে সব কিছুই পেয়ে যায় আর মেধাবী ছাত্র চেয়ে চেয়ে দেখে , একসময় বিষণ্ণতার সাগরে ডুবে যায় ।যোগ্য আর দক্ষ মানুষকে সঠিক সম্মান , মর্যাদা আর পদ না দিলে অবস্থা যে তিমিরে সেই তিমিরে থাকে এটি ইতিহাসের শিক্ষা ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়