Ameen Qudir

Published:
2019-08-28 18:23:13 BdST

অফিসেই কাজের চেয়ারে বসে ব্যাঙ্কারের হঠাৎ মৃত্যু :এমন মৃত্যু কি অবধারিত ছিল!




 

ডা. সুলতানা আলগিন
সহযোগী অধ্যাপক , মনোরোগবিদ্যা বিভাগ,
কনসালটেন্ট, ওসিডি ক্লিনিক।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
___________________________

কোন কোন অপ্রত্যাশিত মৃত্যু আমাদের ভীষণভাবে নাড়া দিয়ে যায়। অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন একজন উজ্জ্বল , কর্মচঞ্চল ব্যাঙ্কার। কেন এমন মৃত্যু। এই মৃত্যু কি অবধারিত ছিল। নাকি আমাদের কিছু অবহেলা, অসচেতনতা , অসাবধানতা আমাদের অজান্তে টেনে নিচ্ছে অকাল মৃত্যুর দিকে।
গভীর শোক জানাই এই দক্ষ ব্যাকারের জন্য। এই অকাল প্রয়াণে ব্যাঙ্কিং সেক্টরের অনেক ক্ষতি হল। তার সামনে পড়ে ছিল দীর্ঘ কর্মপথ।
পত্রিকায় পড়ে জানলাম,

রাজধানীর উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে কাজ করার সময় অসুস্থ হয়ে এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহানের মৃত্যুর সেই ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিওটি।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।
গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, কাজ করার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।তবে চিকিৎসকরা জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুপুরে ওই নারী কর্মকর্তার ডেস্কে আসেন একজন নারী গ্রাহক। ওই নারী গ্রাহকের কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন গহর জাহান। এ সময় তিনবার পানি খান তিনি।এ ছাড়া একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায়। হঠাৎ করেই টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

পরে তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করেন সহকর্মীরা। তবে তিনি চেয়ার থেকে ফ্লোরে পরে যান। কিছুক্ষণ তার সেবা-শুশ্রূষা করে সহকর্মীরা তাকে হাসপাতালের নিয়ে যান।

প্রাইম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, আমরা খুবই শোকাহত। কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।

গহর জাহানের বয়স হয়েছিল ৪৩ বছর। তাদের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি। অবিবাহিত গহর জাহান বড় ভাই মারুফের উত্তরার বাসায় থাকতেন।

 

অপ্রত্যাশিত এই মৃত্যু কি অবধারিত ছিল !
____________________________

এটা মৌলিক প্রশ্ন। এই অনাকাঙ্খিত প্রয়াণ মেনে নেয়া যায় না। এর আগেও সরকারি কর্মকর্তা এভাবে মারা গেলেন অফিসে। সেটির ভিডিও পেয়ে আমরা শোকার্ত হয়ে দায় সেরেছি। কিন্তু শোক কি শেষ কথা।
আমার পরিচিত একজন বড়ভাই , প্রিয় মানুষ আহমেদ ফারুক হাসান। বলতে গেলে পারিবারিক স্বজন ছিলেন। ছিলেন বাংলাদেশের সেরা বার্তা ব্যাক্তিত্ব। আজকের কাগজ , যুগান্তর, বাংলা বাজার , মানব জমিন সহ অনেক পত্রিকার নেপথ্য কারিগর। বার্তা সম্পাদক হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন সেসব কাগজে। বিনিময়ে একদিন কাজের চেয়ারে বসে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আমি ডাক্তার হিসেবে জানি, তিনি স্বাস্থ্য পরিস্থিতিকে গুরুত্ব দেন নি। যে স্বাস্থ্য সেবাগুলো , চেক আপগুলো করা দরকার তা করেন নি। সেটা করলে ওভাবে তার মৃত্যু ঘটত না অকালে।
এখন বিজ্ঞানের মহত্তম সময়। আমাদের সচেতনতা আমাদের জীবন বাঁচাতে পারে। সব কিছু বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে হবে।
যদি সঠিক চিকিৎসা চেকাপের আওতায় থাকতেন , তা হলে এই অনাকাঙ্খিত শোক কাটানো যেত। উন্নত বিশ্বে সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা হলো নিয়মিত চেক আপ। তাতে জীবনের আয়ু বাড়ে। জীবন অর্থ পূর্ণ হয়। অকাল প্রয়াণ রোধ হয়।
সেটা বাংলাদেশে চালু হওয়া দরকার। ভারতের অনেক প্রদেশেই কর্মজীবী সম্পন্ন দের মাঝে নিয়মিত চেক আপ জনপ্রিয় হচ্ছে।

নারীদের যে হেল্থ স্ক্রিনিংগুলো করা উচিত: সিনিয়ার সিটিজেনদের যে চেকআপ করা উচিত


 

 

উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী সম্প্রতি ডাক্তার প্রতিদিনে এ নিয়ে অতি দরকারি পরামর্শ দিয়েছেন। আসুন , সেগুলো জেনে নিই।

 


নারীদের যে হেলথ স্ক্রিনিং গুলো করা উচিত

রক্ত চাপ চেক
কোলেস্টেরল চেক
প্যাপ স্মিয়ার
ম্যাম গ্রাম
বোন ডেনসিটি স্ক্রিনিং
রক্তের গ্লু কস চেক
কো লন ক্যান্সার স্ক্রিনিং
বডি মাস ইনডেক্স
স্কিন এক্সাম
ডেন্টাল চেক আপ ।

 

 

যে হেলথ চেক আপ সিনিয়ার সিটিজেন দের করা উচিত

রক্ত চাপ চেক
রক্তের কোলেস্টেরল প্রয়োজনে লিপিড প্রোফাইল
কো লন স্কপি
টিকা
চোখ পরীক্ষা
মুখের স্বাস্থ্য পরীক্ষা
শ্রুতি শক্তি পরীক্ষা
বোন ডেনসিটি স্ক্যান
ভিটামিন ডি টেস্ট
থাইর ইয়ে ড হরমোন স্ক্রিনিং
স্কিন চেক
রক্তের সুগার টেস্ট
ম্যামগ্রাম
প্যাপ স্মিয়ার
প্রোস্টেট ক্যানসার স্ক্রিনিং
___________________________

লেখক ডা. সুলতানা আলগিন

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়