Ameen Qudir

Published:
2019-05-02 20:15:01 BdST

শ্রমিক দিবসের সবটুকু শ্রদ্ধা সেকালের একালের সকল জুনিয়র চিকিৎসকের জন্য


এই শাদা কালো ছবিটি মে দিবস ২০১৯ এর। মে দিবস গত বছরে। সেকালের। গত শতাব্দীরও মে দিবসের।





ডা. রাজীব দে সরকার
_____________________

শ্রমিক দিবসে আমার সবটুকু শ্রদ্ধা জানাই
আমার দেশের
জুনিয়র চিকিৎসকদের জন্য।

যাদের কাঁধে ভর দিয়ে চলে আমাদের গোটা মেডিকেল কলেজ হাসপাতালগুলো।

মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে কলুর বলদের মতো যারা ২৪ ঘন্টা পরিশ্রম করেন, তারা আমাদের ইন্টার্নী_চিকিৎসক। নামের আগে "ইন্টার্নী" কথাটা লাগিয়ে তাদের শ্রমটাকে যেন আরো ছোটই করা হয়।

শ্রমিক দিবসে আমি এই সব অমূল্যায়িত বা অবমূল্যায়িত চিকিৎসক শ্রমিক বা শ্রমিকের মতো চিকিৎসকদের ভালোবাসা আর আশীর্বাদ জানাই।

দিনরাত ওয়ার্ডের সবগুলো রোগীর দিকে যে ডাক্তার এর দায়িত্বশীল নজর থাকে,

রোগীর প্রয়োজনে নিজের শরীর থেকে রক্ত দিতেও যে কুন্ঠা বোধ করেন না,

হাসপাতালে আসা রোগীটিকে সবার আগে যে ডাক্তার স্পর্শ করে, কথা বলেন, চিকিৎসা শুরু করেন,

সারা রাত না ঘুমানো তন্দ্রাচ্ছন্ন যে চোখগুলো সকালবেলাও উষ্কখুষ্ক চুলে কর্তব্যরত চিকিৎসক এর ঘরে পাবেন,

রাউন্ডের সময়, ওয়ার্ডে কিংবা অপারেশন থিয়েটারে যে ছেলে/মেয়েটাকে সিনিয়র চিকিৎসকরা ইচ্ছামতো বকাঝকা করতে পারেন,

সংক্রামক ব্যাধির স্বাস্থ্যঝুঁকি নিয়েও যে ডাক্তার আপনার কাছে সারাদিন থাকেন নিজের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে না ভেবে,

বাংলাদেশে চাইলেই যে ডাক্তারকে মারতে পারবেন এবং যাদেরকে মারলে বিচার তো হবেই না, বরং ঐ মার খাওয়া ডাক্তারদের মীমাংসাজীবী সিনিয়র চিকিৎসক প্রভুরা ঘটনার সমঝোতা করিয়ে দেবেন রাজনীতি করে,

তারা...
আমাদের ইন্টার্নী চিকিৎসক সম্প্রদায়..
তারাই
আমাদের নবীনতম চিকিৎসক সমাজ..

শ্রমিক দিবসে এই শ্রমিকদের জন্যই আমার সবটুকু ভালোবাসা। সবটুকু শ্রদ্ধা।

[এই একটা ফেইসবুক পোস্ট ছাড়া শ্রদ্ধা জানানোর আর কোন পন্থাও আমার জানা নেই।]

বাংলাদেশের কর্মরত প্রায় সব সেকটরের শ্রমিকেরাই আমাদের ইন্টার্নী চিকিৎসকদের থেকে বেশী আয় করেন। কিভাবে করেন, আপনারা ঘেটে দেখতে পারেন।

আমার ইন্টার্নীরা ভাতা ছাড়া একটি পয়সা পায় না। অথচ তারা নাকি সমাজের মেধাবী অংশ। একজন প্রাইভেট কার এর ড্রাইভার এর চেয়েও ইন্টার্নী চিকিৎসক এর আয় কম, এই বুঝি মেধার মূল্যায়ন?!

ইন্টার্নী সময়কাল নাকি ২ বছর করা হবে শুনেছিলাম। ভালো!

জনপ্রিয়তা ধরে রাখার খড়গটা যখন ডাক্তারদের উপর দিয়েই চালাবেন, চালান, আপত্তি নেই। কিন্তু শহরে অবস্থানকালীন ইন্টার্নী ভাতা ৩০,০০০ টাকা করুন আর গ্রামে অবস্থানকালীন ৪০,০০০ টাকা।

ইন্টার্নী চিকিৎসক বা আমাদের দেশের মেডিকেল স্টুডেন্ট গুলো অনেক কঠিন পরীক্ষায় নিজেদেরকে প্রমাণ করে আজ এই পেশায় এসেছে। এটাই কি তাদের অপরাধ?

শ্রমিক দিবসে "সব" শ্রমিক তার ন্যায্য মজুরি পাক এই আমার অভিপ্রায়।

"চিকিৎসক অথচ শ্রমিক" এই সম্প্রদায়ের প্রতি দেশের মানুষের ভালোবাসা অটুট থাকুক।

জয়তু ইন্টার্নী চিকিৎসক সমাজ
জয়তু জুনিয়র চিকিৎসক সমাজ
জয়তু বিশ্ব শ্রমিক দিবস

__________________________

লেখকঃ ডা. রাজীব দে সরকার
রেজিস্ট্রার, সার্জারী বিভাগ
Email: [email protected]

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়