Ameen Qudir

Published:
2019-02-25 08:27:36 BdST

যুক্তরাজ্যে মেডিকেল কলেজ ২৮টা, বাংলাদেশে হচ্ছে জেলায় জেলায়


 


অধ্যাপক ডা. মুজিবুল হক
__________________________

মেডিকেল বিশ্ববিদ্যালয় করুন, ঠিক আছে। তবে কিছুতেই আর মেডিক্যাল কলেজ নয়। বদলে জেলায়, জেলায় মালটি ডিসিপ্লিনিারী বড় হাসপাতাল করুন। ডাক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আর কত বেকার ডাক্তার বানাতে চান।
আপনাদের কি ফিজিবিলিটি স্টাডি নাই? এসেসমেন্ট নাই, রহমও নাই? আর কত সম্ভাবনাময় তরুণ এর জীবন নষ্ট করবেন। ১০% ডাক্তার এরও ২০ হাজার বেতনেরও চাকরি নাই। বাকি সকলেই বেকার। প্রচন্ড বিব্রত হয়ে আছেন তারা।

এদেশে বিষয় ভিত্তিক মন্ত্রী নাই, বিষয়ের ধারে-কাছের আমলা নাই, প্রভাবশালী বিএমএ নাই। বিলেতে ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশনের মতের বাইরে পলিসি ভিত্তিক কাজ হয়ই না।
এবারে শুধু একজন সৎ মন্ত্রী। ব্যস এটুকুই প্রাপ্তি!

এত অতিরিক্ত ডাক্তার নিয়ে সমস্যা, গভীর বাস্তবতা, বিশ্বাস করি, তাকে বোঝালে মানবেন এবং শ্রদ্ধেয়া মাননীয়া প্রধানমন্ত্রীর নজরে আনবেন। আমাদের দরকার নানা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক।
সাধারণ এমবিবিএস প্রয়োজনের অতিরিক্ত রয়েছেন।

সমগ্র পশ্চিম বঙ্গে মেডিকেল কলেজের আসন সংখ্যা সাকল্যে প্রাইভেট নিয়ে ২০০০ এর মত। ৪৭ সালে ৯টি মেডিক্যাল বেড়ে এই সেদিনও মাত্র ১৭টা ছিলো। এখন কিছু বেড়েছে।
ইউনাইটেড কিংডমে ইংল্যান্ডে ২৫ টা,ওয়েলসএ ২ টা, উত্তর আয়ারল্যান্ডে ১ টি মেডিকেল কলেজ আছে। অথচ কোনো অসৎ উদ্যেশ্যে আমাদের এভাবেই মুল্যহীন করা হয়েছে।

ভারতেও সহজ নয়। প্রাইভেটে মেডিকেলে ভর্তি হতে বেশী সিট নাই, ১ থেকে দেড় কোটি রুপি লাগে। তাই নানা প্রদেশের হাজার হাজার ছাত্র বাংলাদেশের মেডিকেল কলেজে গিজগিজ করছে।

ভুত ভবিষ্যতহীন প্রয়োজনহীন এই মেডিকেল কলেজ তৈরী আল্লাহর ওয়াস্তে সম্পূর্ণ বন্ধ রাখুন।

_________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়