Ameen Qudir

Published:
2016-12-18 18:25:56 BdST

ডক্টর একটু এক্টর হলে ফ্যাক্টর সঠিক ভেক্টর করা সম্ভব


ডা. সাঈদ সুজন

_________________________

 

 


আমার একটা বিষয় জানার ছিল সেই মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকেই। সেইটা হলো - চর্ম বিভাগ আর যৌন বিভাগ একসাথে কেন ? এর সাথে কোন বিশেষ যোগসুত্র আছে যে এখনো একসাথে বসবাস করলো? ফিজিওলজি থেকে বায়োকেমিস্ট্রির সহবাস ছুটে গেছে সেই শতাব্দীর প্রথম ভাগেই, তেমনি স্বতন্ত্র হয়েছে প্যাথলজি থেকে মাইক্রোবায়োলজিও । কিন্তু আজ পর্যন্ত চর্ম থেকে ভেনেরাল বা যৌন বিভাগ মুক্তি পেলো না ।

আজকাল এমন হয়ে দাড়িয়েছে – আপনার “চর্ম সমস্যার” জন্য ডাক্তারের সিরিয়ালে লাইনে দাড়িয়ে আছেন। দূর থেকে আপনার বন্ধু দেখলে ভাববে আপনি বুঝি “যৌন রোগে” ভুগছেন !! কম্বাইন্ড বা যৌথ প্রথার কুফল তো একটু ভোগ করতেই হবে ।

কিছুই করার নাই !!!!!!!!!!কলিকাতা,প্যারিস হারবালের প্রচার বরকতে আপনি চর্ম রোগের নাম না জানলেও অনেক গোপন রোগের নাম শিখে যাবেন “রাস্তা ঘাটেই”। বাসে, ট্রেনে, পোস্টারে বিলবোর্ডে।। বড় বড় সরকারী ও বেসরকারী হাসপাতাল গুলোতে দেখা যায় সবচেয়ে বড় আউটডোরের লাইন হয় “চর্ম ও যৌন”(Skin & VD) বিভাগে। পিচ্চি পিচ্চি পোলাপান পিউবার্টি (puberty) আসার আগেই সিরিয়াল দিয়া খাড়াইয়া পড়ছে যৌন সমস্যার জন্য । জীবন যৌবন নিয়া কত্ত চিন্তা এই জাতির ভবিষ্যত সন্তানদের।

সব কিছু এডভান্স হইয়া নষ্ট হইয়া গেছে বললে বিদ্রোহের সম্ভাবনা উজ্জ্বল । কিন্তু বাচ্চা পোলাপান গুলার যেমন হাজার প্রাকার কমপ্লেইন , হাজার প্রকার সমস্যা , তাতে সেটা বলাই যায়। সেটা স্বপ্নদোষ থেকে মূত্রদোষ পর্যন্ত বিস্তৃত , এমনকি premature ejaculation, আর Master হওয়ার আগেই masterbation সমস্যা। সেটা কি জিনিস বুঝুক আর না বুঝুক।

মাঝে মাঝে ডক্টরের চোখ চড়ক গাছ হয় এই নাদানদের কথা শুনে , মনে হয় তারাই বড়দের চেয়ে এই কর্মে বেশী বিজি। প্রগতিশীল আকাশ সংস্কৃতি আমাদের সমাজকে কিছু দিতে পারুক আর না পারুক, আমাদের পোলাপান গুলার “ম্যাচুরেশন” কে ত্বরান্বিত করে দিয়েছে । তারা সবকিছু অনেকে অল্প বয়স থেকেই শিখতে শুরু করে । তাইতো মাঝে মাঝে ট্রায়াল দিতেও ভুল করে না।

একটা জোক্স মনে পড়ে গেলো “ একদিন ক্লাস ফোরে পড়া গ্যাদা ঘুম থেকে উঠে দেখে তার বাবা ফ্যাশন টিভি দেখতেছে। তড়িঘড়ি করে হাতের কাছে রিমোট কন্ট্রোল খুঁজে না পাওয়ায়, তার বাবা তাকে ভুল বুঝাচ্ছিল- “দেখ বাবা মেয়ে গুলা কত্তো গরীব, ঠিক মতো ড্রেসও কিনতে পারে না” । গ্যাদা একটা মুখ ভেংচি কাইটা কইলো –“আব্বা, এর চেয়ে বহুত গরীব মেয়েগো ভিডিও আমার কাছে আছে, লাগলে বইলো”!!

 

ঘটনা যাই ঘটুক – এই ছোট শিশু বাচ্চা গুলো কে counseling করতে হবে Tightly . বুঝাতে হবে তাদের এই সব সামাজিক কুফলের দিক গুলো । “”চিকিৎসকের কথাকে পীরের মত বিশ্বাস করে জনগন”” ।

এক কথায় বলা যায় “ ডক্টর(Doctor) যদি একটু এক্টর(Actor)য়, তাইলে ফ্যাক্টর(Factor) গুলোকে সঠিক দিকে ভেক্টর(Vector) করা সম্ভব” ।


বিঃদ্রঃ - প্রফ টেনসন দূর করার নিমিত্তে লুলায়িত বিনোদনের জন্য দেশের সব অভাগা মেডিকেল স্টুডেন্ট দের জন্য নির্মিত ।

@লেখা ঈষৎ সংক্ষেপিত।
__________________________

ডা. সাঈদ সুজন । জনপ্রিয় লেখক কলামিস্ট।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়