Ameen Qudir

Published:
2018-08-28 18:29:16 BdST

প্রতিবছর ২৫/৩০হাজার করে নতুন চিকিৎসক:ভাবতেই গা শিউরে উঠে!


 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
___________________________________


এতোগুলো মেডিকেল কলেজ মানসম্মতভাবে চালানোর মতো পর্যাপ্ত টেকনিক্যাল(একাডেমিক ও ক্লিনিকাল এক্সপার্ট) লজিস্টিক সাপোর্ট তৈরির আগেই যদি আমারা শ'য়ে শ'য়ে মেডিকেল কলেজ খুলে বসি তাহলে সেইসব মেডিকেল কলেজ থেকে যেসব প্রডাক্ট বের হবে তা দিয়ে কাঙ্খিত রুগিসেবা বাস্তবায়নের আশা কতটুকু ফলপ্রসু হবে একজন চিকিৎসক হিসেবে সেই প্রশ্নটি আজ আমার কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে!

যাইহোক,
সমস্তরকম বিশেষজ্ঞ মতামত বাদ দিয়েও সরল কিছু দুর্ভাবনা, কিছু আতঙ্ক আমাকে তাড়া করে ফিরছে!

মনে করেন,
আগামী ১০বছরে সারাদেশে ৬৪জেলায় এক বা একাধিক(ঢাকাতেই চারটি সরকারি মেডিকেল কলেজ আছে) করে মোট ৭০/৮০টি সরকারি মেডিকেল কলেজ হলো।
আর বেসরকারী মেডিকেল কলেজ হলো শ'তিনেক।

তাহলে ১৫বছর পরে ফিবছরে কতজন করে চিকিৎসক বাজারে(এই শব্দটি ব্যাবহার করতে কষ্ট লেগেছে তারপরও বাস্তবতার নিরিখে শব্দটি ব্যাবহারে কোন অসাড়তা আছে বলে মনে হয়নি) আসবে ?

প্রতিবছরেই প্রায় ২৫/৩০হাজার করে নতুন চিকিৎসক বাজারে আসবে!!

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই ৪৭বছরে দেশে রেজিস্টার্ড চিকিৎসকের সংখ্যা এক লাখেরও কম।
তাতেই চিকিৎসকদের যে করুণ অবস্থা তা সত্যিই বর্ণনাতীত!
একমাত্র চিকিৎসকরাই জানে তাদের পেশার মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে!!

১৫বছর পর যখন শুধুমাত্র প্রতিবছর ২৫/৩০হাজার করে নতুন চিকিৎসক বের হবে তখন এই পেশার অবস্থা কোথায় গিয়ে ঠেকবে ভাবতেই গা শিউরে উঠে!!

ঢাকার আবাসিক এলাকাগুলোতে ভ্যানে করে সবজি ফেরি করতে দেখা যায়!
মাঝে মাঝে মুরগিও ফেরি করতে দেখা যায়!

চিকিৎসকদেরও হয়তো সেইদিন আসন্ন যেদিন কর্মসংস্থানের অভাবে কাঁধে স্টেথো আর ব্যাগে বিপি মেশিন নিয়ে বাড়ি বাড়ি চিকিৎসা ফেরি করে বেড়াতে হবে!!
কাজেই কিভাবে সবজিওয়ালা আর মুরগিওয়ালার মতো উচু গলায় হাঁক ছেড়ে পণ্য ফেরি করতে হয় সেটাও শিখে নিও হে আমার ভবিষ্যৎ চিকিৎসক প্রজন্ম!!
__________

যারা নিয়মিত এদেশের চিকিৎসকদের গালি দেন আবার নিজ সন্তানকে চিকিৎসক বানানোর খায়েস পোষণ করেন তাদেরকে নিজ সন্তানের ভবিষ্যৎ নিয়ে আরো বেশী সতর্ক হওয়ার আহ্বান রাখছি।।
__________

যারা ভাবছেন বেশী বেশী এবং শুধু নামমাত্র চিকিৎসক পয়দা হলেই সেবার মান নিশ্চিৎ হবে তারা যদি এই অধমরে একটু বুঝিয়ে দিতেন তবে চিরকৃতজ্ঞ থাকতাম!!
__________

পুনশ্চঃ
সদ্যপ্রতিষ্ঠিত বেশকিছু সরকারি মেডিকেল কলেজের টেকনিকাল(একাডেমিক ও ক্লিনিকাল এক্সপার্ট) লজিস্টিক সাপোর্ট কিছু বেসরকারি মেডিকেলের চেয়েও অপ্রতুল! এটা সত্যিই হতাশার খবর।


যদি মানহীন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া যায়(মানসম্মতগুলো চালু রেখে),

যদি নতুন করে আর বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া না হয়,

যদি আগে টেকনিকাল লজিস্টিক সাপোর্ট বাড়িয়ে তারপর জেলায় জেলায় মেডিকেল কলেজ করা হয়,

(তখন হয়তো জেলায় জেলায় সরকারি মেডিকেল কলেজ হলেও সরকারি এবং বেসরকারি মিলে সারাদেশে মোট মেডিকেল কলেজ হবে মাত্র একশোর কাছাকাছি)

যদি পেরিফেরাল জেলাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অবস্থান নিশ্চিৎ করতে প্রয়োজনীয় সকল সাপোর্ট দেওয়া যায়,

তাহলেই হয়তো কাঙ্খিত রুগিসেবার আশা ফলপ্রসূ হতে পারে!
_____________________________

লেখক ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়