Ameen Qudir

Published:
2018-07-25 16:01:55 BdST

বাংলাদেশে আসা নেপালী মেডিকেল ছাত্রীদের নিয়ে মন্ত্রীর জঘন্যতম ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ 


নেপালী আইনমন্ত্রী

 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
______________________________

আমরা দেখে আসছি বহুকাল আগে থেকেই(সেই ১৯৭২সাল থেকে) নেপালি ছেলেমেয়েরা এমবিবিএস বা তৎপরবর্তী পোস্টগ্রাজুয়েশন ডিগ্রী আহরনের জন্য বাংলাদেশে আসছে এবং এদেশের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে।

আগে হয়তো এদের সংখ্যা অনেক কম ছিলো কিন্তু এখন উল্লেখযোগ্য হারে বেড়েছে!

বর্তমানে বিএসএমএমইউ তে এদের সংখ্যা এতো বেশী যে আমরা মাঝেমাঝে রসিকতা করে বলি,
" আমাদের এই বিশ্ববিদ্যালয় কবে না জানি আবার নেপালি বিশ্ববিদ্যালয় হয়ে যায়!"

যাইহোক,
নেপালি ছাত্রছাত্রীদের এদেশ থেকে চিকিৎসা বিষয়ক যেকোন ডিগ্রী নেওয়ার ব্যাপারটিকে কখনোই আমরা নেতিবাচকভাবে দেখিনা বরং সবসময়ই গর্বের সাথে এবং ইতিবাচকভাবেই দেখি।
এবং তাদের প্রতি আমাদের আচরন সবসময়ই অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও বন্ধুত্বসুলভ।

নেপালি ছাত্রছাত্রীদের প্রতি আমাদের এই ভালোবাসাটা চরমমাত্রায় ধাক্কা খেলো যখন জানতে পারলাম যে নেপালের 'আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী' শ্রী শের বাহাদুর তামাং এদেশে চিকিৎসা শিক্ষা নিতে আসা তার দেশের ছাত্রছাত্রীদের সাথে আমাদের চিকিৎসক শিক্ষকদের জড়িয়ে অতিসম্প্রতি এক চরম আপত্তিজনক মন্তব্য করেছেন।
_________
চরম মিথ্যা মন্তব্য সম্বলিত খবরটির
লিঙ্ক :https://thehimalayantimes.com/kathmandu/law-minister-claims-nepali-girls-sell-themselves-to-earn-mbbs-certificate-in-bangladesh/
এই লেখার শেষেও রিপোর্টটির বিবরণ আছে।
--------------

তিনি বলেছেন যে, তাদের দেশের মেয়েদেরকে বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রী নিতে নিজেদেরকে বিকিয়ে দিতে বাধ্য করা হয়!

শুধু মন্ত্রী নয়, তাদের দেশের একটি মেডিকেল কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী দূর্গা প্রাসাই আরেক ধাপ এগিয়ে বলেছেন-
"Nepali ‘chelis’ being sexually exploited in Bangladesh for earning their MBBS degree."

খবরে বলা হচ্ছে,
আদতে নেপাল সরকার তার দেশে নতুন নতুন কিছু মেডিকেল কলেজ খুলতে চায়।
এইসব নতুন নতুন মেডিকেল কলেজ খোলার নিমিত্তে এবং তাদের ফরেন কারেন্সী ড্রেইনরোধে জনসমর্থন পক্ষে টানতেই তারা বাংলাদেশের বিরুদ্ধে এমন নেতিবাচক প্রচারনা চালাচ্ছে।

আজব ব্যাপার!
তাজ্জব ব্যাপার!
আমার দেশের প্রতি নেপালের কৃতজ্ঞ থাকা উচিৎ।
অথচ আমরা দেখছি তিনশো ষাট ডিগ্রী উল্টো নজির!
দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৃতজ্ঞতার পরিবর্তে কৃতঘ্নতার এমন নজির সচারচার দেখা যায় না!

আমরা মনে করি,
এই মিথ্যা অভিযোগ শুধু আমাদের চিকিৎসক শিক্ষকদের প্রতি নয়, এই মিথ্যা অভিযোগ আমার প্রিয় বাংলাদেশের বিরুদ্ধেই।

বিএসএমএমইউ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়, বিএমএ এবং চিকিতসক রাজনীতির সাথে জড়িত নেতৃস্থানীয় শিক্ষকদের কাছ থেকে এ ব্যাপারে প্রতিবাদ বা আশু কার্যকারী ব্যাবস্থা গ্রহনের সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

এদেশ থেকে পাশ করে যাওয়া এবং বর্তমানে এদেশে চিকিৎসা শিক্ষারত নেপালি ছাত্রছাত্রীদের কাছ থেকেও তাদের মন্ত্রী কর্তৃক এহেন ন্যাক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানোর পরামর্শ দিচ্ছি।

তারাই আসলে মূল ভিকটিম।
তারাই প্রতিবাদ করে জানিয়ে দিক এ অভিযোগ সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
__________

পুনশ্চঃ
এদেশে অবস্থানরত নেপালি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জেনেছি যে এই মন্ত্রী স্থানীয় নেপালিদের চাপে ইতিমধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

তারপরেও আমরা মনে করি,
আমার দেশের সম্মান রক্ষার্থে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই ন্যাক্কারজনক অভিযোগের বিরুদ্ধে অন্তঃত একটি প্রতিবাদ (ভবিষ্যৎ রেফারেন্সের জন্য হলেও) ডকুমেন্টেড থাকা উচিৎ।
__________

ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
_____________________________

খবরটির সফট বিবরণ ___________________
Nepal | July 25, 2018

 

 The Himalayan Times

 

THT ONLINE

Minister for Law, Justice, & Parliamentary Affairs Sher Bahadur Tamang speaking during a school event in presence of students and their guardians in Praxis Int’l Academy in Chabahil, Kathmandu.
KATHMANDU: Minister for Law, Justice, & Parliamentary Affairs Sher Bahadur Tamang has said that Nepali girls who have gone to Bangladesh to study MBBS, have to ‘sell themselves’ in order to receive their certificates.

Minister Tamang made the statement at a school event in presence of students and their guardians in Praxis Int’l Academy in Chabahil, Kathmandu.



He claimed that due to lack of enough institutions in Nepal, students have to opt to go abroad to pursue MBBS degree where the girls are forced to compromise at some point to earn their degree. Minister Tamang further said that the onus of such unfortunate situation is on the people who are against the idea of opening more colleges and the ‘white-robed’ professionals who don’t want more people coming into their profession.

People have taken to social media to condemn the minister’s statement saying this could harm the reputation of students currently pursuing their education in Bangladesh, all the while demoralising them.

 

Earlier, a video of B&C Medical College Executive Director, Durga Prasai had surfaced in which he made similar claims. Prasain had tried to justify the affiliation to new medical colleges saying that the press should be investigating the fate of Nepali ‘chelis’ being sexually exploited in Bangladesh for earning their MBBS degree.

 

 

Prasin is the same person who had also said, ‘in a fight for a great cause of establishing medical colleges, a death of a person or two is insignificant’, in context of medical activist Dr Govinda KC’s fast-unto-death demanding reforms in medical education.

Both these claims were made sans any substantial evidence.

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়