Ameen Qudir

Published:
2018-07-23 16:33:03 BdST

জনগনের ট্যাক্সের টাকায় ডাক্তার ! আর অন্যসব ভার্সিটির ছাত্ররা কাদের টাকায় পড়ে ?


তালিকাটায় চোখ বুলিয়ে নিন।

ডা. সাকলায়েন রাসেল
_________________________

প্রশ্নঃ
জনগণের ট্যাক্সের টাকায় কে পড়ালেখা করে না?
পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারী স্কুল-কলেজ, ডিফেন্স ...সবাই...সবাইতো ট্যাক্সের টাকায় পড়ালেখা করে।
কিন্তু পাবলিক চান্স পাইলেই শুধুমাত্র ডাক্তারদের বিরুদ্ধে এ ডায়ালগ মারে কেন?

একটা দৃষ্টান্ত মিলিয়ে নেয়া যাক।
একজন সরকারী মেডিকেল স্টুডেন্ট ৩য় বর্ষ থেকে রোগীর বেডের দায়িত্বে থাকেন...ঐ রোগীর পুরো তদারকীর দায় তাঁর...অপারেশনে সহকারী হিসাবে থাকেন... পুরো দায় দায়িত্ব তাঁর...এভাবে চলে ৫ম বর্ষ- ইন্টার্নি পর্যন্ত...একেবারে বিনে পয়সায়... তার মানে মেডিকেল স্টুডেন্টরা ট্যাক্সের দায় শোধ শুরু করেন সেই ৩য় বর্ষ থেকেই...
এজন্য একজন ছাত্র বাই প্রোডাক্ট হিসেবে ডাক্তার হয় দেশের প্রয়োজনেই।

আর ভার্সিটির স্টুডেন্টরা?
 তালিকাটায় চোখ বুলিয়ে নিন। কোন বিশ্ববিদ্যালয়ে সরকার কত ভর্তুকি সেটা এখানে দেয়া আছে...একটু ভাল করে খেয়াল করবেন, একেবারে মাঝখানে বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম আছে।

এবার আসুন, অন্য গল্পে। বাংলাদেশে এখন সরকারী মেডিকেলের তুলনায় বেসরকারী মেডিকেলের সংখ্যা প্রায় দ্বিগুণ...প্রায় এক ভাগ সরকারি, দুই ভাগ বেসরকারী ।
বাবা মায়ের লাখ লাখ টাকা খরচ করে এরা ডাক্তার হয়... সো, এরাও জনগণের ট্যাক্সের টাকায় পড়েছেন এমন দায় নিতে রাজী নন।

চলেন বিদেশ যাই!
ভালকথা..
বিদেশ ভেবে যদি ভারত-পাকিস্তান-ভুটান-নেপাল-মালদ্বীপ-শ্রীলংকা-সোমালিয়া-মালয়শিয়া যান...তবে সেখানকার ডাক্তারদের এমবিবিএস সার্টিফিকেটটা একটু চেক করে নিবেন..কারণ সেসব দেশের অনেক চিকিৎসক এখন মেড ইন বাংলাদেশ!
কারণ, ডাক্তার হতে ইচ্ছুক বিদেশীদের কাছে বাংলাদেশ এখন অনেক লোভনীয় একটা নাম।

_________________________________

ডা. সাকলায়েন রাসেল । ভাসকুলার সার্জন ও ব্রডকাস্ট জার্নালিস্ট।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়