Ameen Qudir

Published:
2018-07-05 16:35:30 BdST

চিকিৎসকদেরকে জনগনের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর অপচেষ্টাকে প্রতিহত করুন


 


ডা.বেলায়েত হোসেন ঢালী,শিশুরোগ বিশেষজ্ঞ
____________________________

গতকাল চেম্বারে এক মা আমাকে বলল,স্যার আমার দুইটা বাচ্চাইতো জন্মের পর থেকে আপনাকে দেখাই এবং আপনি নিজে ওদেরকে পায়ুপথে সেডিল ইনজেকশান দিয়েছেন এবং আমাকেও শিখিয়ে দিয়েছেন বাসায় কিভাবে সেডিল ইনজেকশান দিতে হবে।সেই মোতাবেক আমি নিজেও একই নিয়মে ইনজেকশান দিয়েছি।কই আমার বাচ্চাদেরতো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি।তাহলে ম্যাক্স হাসপাতালে সেডিল দেওয়ার পর বাচ্চাটা কেন মারা গেল?
আসলেই কী ডাক্তারের ভূল চিকিৎসায় বাচ্চাটি মারা গেছে?

আমি বললাম,বলুনতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক কী না জেনে কখনও বিশেষজ্ঞ হতে পারে?
তাও আবার সর্ব্বোচ্চ ডিগ্রিধারী!!
মহিলা বলল,স্যার সেটা হবে কেন!!
আমি উনাকে বললাম,প্রত্যেকটা ঔষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে।কোনো ঔষধই শতভাগ নিরাপদ নয়,আর সেটা কোনো চিকিৎসকই বলতে পারেন না। ভিন্ন ভিন্ন ঔষধ মানুষ ভেদে পাশ্বপ্রতিক্রয়ারও ভিন্নতা আছে।এটাকে ড্রাগ রিএকশান বলে।
কিছু কিছু ড্রাগ রিএকশান সাথে সাথে হয় তাকে ইমিডিয়েট ড্রাগ রিএকশান বলে।যেমন ড্রাগ হাইপারসেনসিটিভিটি রিএকশান।
এই বাচ্চাটির বেলায় হয়তো সেরকম কিছু হতে পারে।

গলাব্যাথার চিকিৎসা যে কোন একজন এমবিবিএস ডাক্তারই করতে পারে আর এখানে এফসিপিএস ডিগ্রিধারী একজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিয়েছেন,সেটা কী ভূল হতে পারে?

না পারে না।

তাহলে সমস্যা কোথায় ছিল?
কনসালটেন্ট চিকিৎসার ব্যবস্হাপত্র লিখেন মাত্র।ঔষধ প্রয়োগ করার দায়িত্ব নার্সের আর ফলোআপের দায়িত্ব ডিউটি ডাক্তারের।
এখন সমস্যা কোথায় ছিল সেটা তদন্ত করে বের করতে হবে।তদন্তে হয়তো সেটা বেরিয়ে আসবে।

চিকিৎসকরা রোগীকে সুস্হ্য করার জন্যে আপ্রান চেষ্টা করেন।কেউ ইচ্ছে করে রোগীকে মেরে ফেলতে চায় না।
জীবন দেয়া ও নেয়ার মালিকতো আল্লাহ।চিকিৎসকরা উসিলা মাত্র।চিকিৎসকদেরই যদি মানুষকে বাঁচিয়ে রাখার ক্ষমতা থাকতো তাহলে কোনো চিকিৎসককে মরতে হতো না।

একবার ভাবুনতো একজন চিকিৎসক তাঁর সমগ্র জীবনে কতগুলো মানুষকে সুস্হ্য করে তোলেন?
কতজন মূমূর্ষরোগীকে বাঁচিয়ে তোলেন?
কতজন অসহায় রোগীর সেবা করেন?
কই তখনতো কেউ তাঁর প্রশংসা করেন না।সংবাদ সম্মেলন করে পত্রিকায় বিবৃতি দেন না।কিংবা তার ডিগ্রী নিয়ে কোনো প্রশ্ন তোলেন না।
তাহলে কেন একটা মৃত্যুর জন্যে তার বিরুদ্ধে এত অভিযোগের আঙ্গুল উঠান?
কেন মিডিয়াতে অপপ্রচার করে তার সারাজীবনের অর্জনকে ম্লান করে দেন?
কেন তাকে ও তার পেশাকে জনগনের কাছে হেয় করে তোলেন?

মানুষ মাত্রই ভূল হয়। কোনো চিকিৎসকও ভূল ত্রুটির উর্ধ্বে নয়।শিশু রাইফার অকাল মৃত্যু হয়তো কোনো ভূলের কারনেও হতে পারে।আমরা সেই মৃত্যুতে ব্যথিত এবং শোকার্ত মা বাবা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

পরিশেষে শুধু এটাই বলব,চিকিৎসা একটি মহান পেশা।আর এই মহান পেশার দায়িত্বে যেসকল চিকিৎসকবৃন্দ আছেন তারা সবাই দেশের অত্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদেরই অংশ।আর এরা এই দেশেরই কৃতি সন্তান।আপনাদেরই ছেলে মেয়ে,ভাই বোন কিংবা আত্মীয়।তারা আপনাদের বিপদের বন্ধু।আপনার অসুস্থতায় আপনি আগে তাদেরই শরনাপন্ন হবেন।আপনার সেবা কিন্তু তারাই করবে।সবাই বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারে না।সুতরাং এদেশের স্বাস্হ্য ব্যবস্হাকে বাঁচাতে সবাই সোচ্চার হউন এবং চিকিৎসকদেরকে জনগনের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর অপচেষ্টাকে প্রতিহত করুন।
এদেশের চিকিৎসা ব্যবস্হাকে ধ্বংসের ষড়যন্ত্র থেকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার এবং সকলের।

সবাইকে ধন্যবাদ।
সবার সুস্বাস্থ্য কামনা করছি।
সুন্দর আগামীর প্রত্যাশা।
_____________________________

ডা.বেলায়েত হোসেন ঢালী
শিশুরোগ বিশেষজ্ঞ । চট্টগ্রাম।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়