Ameen Qudir

Published:
2018-07-04 17:10:07 BdST

ডা. ফয়সল ইকবালের সাফ কথা:' ইহা দেশের সকলের জানা দরকার:বাংলাদেশ দন্ডবিধি '


 

 

ডা. ফয়সল ইকবাল চৌধুরী
______________________________

ইহা দেশের সকলের জানা দরকার:

বাংলাদেশ দন্ডবিধি
-----------------------------
ধারা ৮৮ : ভালো উদ্দেশ্যে বা রোগ উপশমের উদ্দেশ্যে সম্মতিসহ কোন রোগীর চিকিৎসা (অপারেশন) করার সময় বা পরবর্তীতে যদি রোগীর মৃত্যু ঘটে তবে সেটি অপরাধ হিসাবে গন্য করা যাইবে না।

ধারা ৮৯ : অপ্রাপ্তবয়স্ক বা মানসিক প্রতিবন্ধি কোন ব্যক্তি সম্মতি দিতে অসমর্থ হলে এবং তাকে সুস্হ্য করার উদ্দেশ্যে (ভালো উদ্দেশ্যে) কোন চিকিৎসা (অপারেশন) করা হলে এবং তা করতে গিয়ে রোগীর মৃত্যু ঘটলে তাহা কোন অপরাধ হিসাবে গন্য হইবে না।
--------

ধারা ৩০৪ : Culpable Homicide --
এখানে সরাসরি মার্ডার না হলেও কারো মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোন কাজ করা হলে এবং তার ফলে মৃত্যু ঘটলে এই ধারা প্রযোজ্য হবে।
(চিকিৎসকরা কখনোই এই ধারায় অভিযুক্ত হতে পারেন না। কারন তারা কখনোই কাউকে হত্যার উদ্দেশ্যে চিকিৎসা প্রদান করেন না)

উপধারা ৩০৪ (ক) : Professional negligence :
কর্তব্যে অবহেলার কারনে মৃত্যু :
কোন পেশাজীবির বিরুদ্ধে এই ধারায় মামলা করতে হলে অবশ্যই Expert opnion লাগবে,,, চিকিৎসকদের ক্ষেত্রে BMDC অনুমোদিত দক্ষ মেডিকেল টিমের রিপোর্ট থাকতে হবে। অন্যথায় এই ধারা প্রযোজ্য হবে না।
________________________

ডা. ফয়সল ইকবাল চৌধুরী । সাধারণ সম্পাদক , চট্টগ্রাম বিএমএ। চিকিৎসক স্বার্থ রক্ষায় অকুতোভয় নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়