Ameen Qudir
Published:2018-04-15 14:15:45 BdST
শিউলি এখন আইসিইউতে শুয়ে আছে; বৈশাখী প্রাণের মেলায় যেতে পারে নি
শিউলি র জন্য চিকিৎসকরা পাশে আছেন। ছবি হুমায়ুন বুলবুলের সৌজন্যে।
ডা. নাসিমুন নাহার
________________________________
·
রংপুর মেডিকেলের কলেজের ডেন্টাল ইউনিটের ছাত্রী শিউলিরও আজ আমার আপনার মতো লাল পাড় সাদা শাড়ি পরে ঘোরার কথা ছিলো, পহেলা বৈশাখে নতুন বছর কে বরণ করে নেবার কথা ছিলো। কিন্তু তা হয়নি।
আজ সে আইসিইউতে শুয়ে আছে।
এক সময়ে যার চোখে ছিল বিশ্ব সেরা ডেন্টাল সার্জন হবার আজ সে প্রতি মুহুর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দুলছে। অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে মেরুদন্ডের ক্ষতের কারনে আজ সে নিজে নিজে শ্বাস নিতে পারছেনা। তার ভেন্টিলেটর ও রিহ্যাবিলেটশন এর খরচ মেটাতে প্রচুর অর্থের প্রয়োজন। এই অর্থের যোগান দেয়া তার পরিবারের একার পক্ষে সম্ভব না।
শিউলির বন্ধুরা ওকে বাঁচাতে মরিয়া। মানুষের কাছে হাত পেতে সাহায্য চাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী,সিনিয়র,জুনিয়ররা।
দুঃখের কথা হচ্ছে------ আমরা বাংলাদেশীরা এশা,শায়লা ইস্যু নিয়ে ট্রল করি অথচ একজন ভবিষ্যতে চিকিৎসক শিউলিকে বাঁচাতে সাহায্যের জন্য পাশে দাঁড়াতে কেন যেন আগ্রহী হই না।
মরতে একদিন সবাইকেই হবে।দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে আমাকে/আপনাকেও পরে থাকতে হতে পারে । কে তা জানে ? শুধু একবার শিউলির জায়গায় নিজেকে ভাবুন দেখবেন জীবনটা কত ঠুনকো।
আপনারাও বিবেচনা করুন মানুষ হিসেবে কি করা উচিত।
শিউলিকে সাহায্য পাঠানোর পাঠানোর ঠিকানা-
ব্যাংক একাউন্ট:
শাহিনুর বেগম, একাউন্ট নং- ০১০০৪৯৯৪, সোনালী ব্যাংক লিমিটেড , পাবলিক সার্ভিস কমিশন শাখা, ঢাকা।
বিকাশ একাউন্ট:
01832954088 শাফী(শিউলীর কাজিন)
01786735403 (শিউলি)
01839791416 রিফাত ( শিউলীর চাচাতো ভাই)
01723065463 নোবেল (শিউলীর ব্যাচমেট, রংপুর মেডিকেল)
রকেট একাউন্ট:
017428283413
রুমেল (শিউলীর কাজিন)
017446584444 জেবা (শিউলীর ব্যাচমেট,রংপুর মেডিকেল)
যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ-
01723065463 (নোবেল)
_____________________________

আপনার মতামত দিন: